শনিবার পাকিস্তানের সামরিক বাহিনী নিয়ে কিছু মন্তব্য করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এক দিনের মধ্যেই তার প্রতিবাদে বিবৃতি জারি করল পাকিস্তানের বিদেশ দফতর।
আজ লোকসভার অধিবেশনে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় গান ‘বন্দে মাতরম’ রচনার ১৫০ বছর পূর্তি সংক্রান্ত বিতর্কের সূচনা করবেন তিনি। লোকসভায় এই আলোচনার জন্য ১০ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে।
ভালসাদ পুলিশ জানিয়েছে, কিন্নরিকে ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। তিনি আর ফেরেননি। মনসুরি প্যারোলে মুক্তি পান ২০১৮ সালের ২৮ মে। তিনিও আর জেলে ফিরে আসেননি।
মহাশূন্যের খুঁটিনাটি পর্যবেক্ষণের উদ্দেশে ২০২১ সালে মার্কিন গবেষণা সংস্থা নাসা মহাকাশে পাঠিয়েছিল জেমস্ ওয়েব টেলিস্কোপ। তার ক্যামেরাতেই ধরা পড়েছে একাধিক চাঁদের উৎপত্তির প্রমাণ।
“আমিও অভিনেত্রী। হয়তো আমার এই ধরনের অনুভূতি সাজে না। কিন্তু দিনের শেষে আমিও তো রক্তমাংসের মানুষ!”, দাবি শ্বেতার।
ঘরে ঘরে বমি, পেটখারাপ। বাড়িতে রান্না খাবার খেলেও তা ঠিকমতো হজম হচ্ছে না। অম্বল, পেট ফাঁপার সমস্যাও বাড়ছে। এর কারণ কী?
প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ প্রশ্ন তুলল— কেন সোনালির বক্তব্য না শুনেই তাঁকে সরকার এ ভাবে সীমান্ত পার করে দিয়েছে। সরকারের প্রতি তাঁদের বার্তা: “নিরপেক্ষ ভাবে আপনারা আপনাদের কাজ করুন।”
প্রশ্ন তোলা হচ্ছে, যেখানে সরকারি সাধারণ অ্যাম্বুল্যান্সের অভাবে হামেশাই হেনস্থার শিকার হয় রোগীর পরিবার, প্রয়োজনের তুলনায় অনেক কম মাতৃযান চলে, সেখানে এই পরিমাণ টাকায় সর্বাগ্রে সেই খামতিগুলিকে দূর করার উদ্যোগ করা হল না কেন?
রাজ্যগুলিতে প্রভাব বিস্তারে বিজেপির এখনও যথেষ্ট ঘাটতি রয়ে গিয়েছে। এখনও অবধি যা দেখা যাচ্ছে, উত্তর ভারতের হিন্দিভাষী রাজ্যগুলিতেই বিজেপির প্রাধান্য।
বিমা ক্ষেত্রে ‘ইনশিয়োরেন্স ক্লেম সেটলমেন্ট রেশিয়ো’ বা বিমার দাবি নিষ্পত্তির অনুপাত একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি। সাধারণ মানুষ কোনও বিমা পলিসি কেনার আগে দেখে নেন, সেখানে ‘ক্লেম’ বা দাবি দাখিল করার পদ্ধতি ঠিক কেমন, কত স্বচ্ছ ভাবে তাঁর দাবির নিষ্পত্তি হতে পারে।
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy