Advertisement
Ananda Utsav

সম্পর্কের পাঁচফোড়ন! ‘বৌদি ক্যান্টিন’ মুক্তির আগে নতুন রূপে পরম-শুভশ্রী

ছবি মুক্তির আগে পরম-শুভশ্রীর সম্পর্কের পাঁচফোড়ন নিয়ে হাজির আনন্দ উৎসব

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৪
Share: Save:
০১ ১১
সম্পর্কের পাঁচফোড়ন! ‘বৌদি ক্যান্টিন’ মুক্তির আগে নতুন রূপে পরম-শুভশ্রী

সম্পর্কের পাঁচফোড়ন! ‘বৌদি ক্যান্টিন’ মুক্তির আগে নতুন রূপে পরম-শুভশ্রী

০২ ১১
‘ব্যবসা করলে কি বাঙালির জাত যায়? পুরুষালি, মেয়েলি, এই সংজ্ঞাগুলো কারা ঠিক করে? মেয়েদের স্বাধীন হওয়া কি পুরুষের মতো হওয়া?’ এই প্রশ্নগুলিই তুলেই মুক্তি পেতে চলেছে ‘বৌদি ক্যান্টিন’।

‘ব্যবসা করলে কি বাঙালির জাত যায়? পুরুষালি, মেয়েলি, এই সংজ্ঞাগুলো কারা ঠিক করে? মেয়েদের স্বাধীন হওয়া কি পুরুষের মতো হওয়া?’ এই প্রশ্নগুলিই তুলেই মুক্তি পেতে চলেছে ‘বৌদি ক্যান্টিন’।

০৩ ১১
বিখ্যাত শেফ, কলকাতার মেয়ে আসমা খান। তাঁর জীবন অবলম্বনেই  তৈরি হয়েছে পরিচালক-অভিনেতা পরমব্রতর এই ছবি।

বিখ্যাত শেফ, কলকাতার মেয়ে আসমা খান। তাঁর জীবন অবলম্বনেই তৈরি হয়েছে পরিচালক-অভিনেতা পরমব্রতর এই ছবি।

০৪ ১১
ছবি মুক্তির আগে পরম-শুভশ্রীর সম্পর্কের পাঁচফোড়ন নিয়ে হাজির আনন্দ উৎসব।

ছবি মুক্তির আগে পরম-শুভশ্রীর সম্পর্কের পাঁচফোড়ন নিয়ে হাজির আনন্দ উৎসব।

০৫ ১১
পুজোর আগে হালকা মেজাজে কফির আড্ডায় জমিয়ে গল্প সারলেন দু’জন।

পুজোর আগে হালকা মেজাজে কফির আড্ডায় জমিয়ে গল্প সারলেন দু’জন।

০৬ ১১
গাঢ় নীল ব্লাউজের সঙ্গে কলাপাতা সবুজ শাড়িতে মোহময়ী লাগছে আমাদের প্রিয় ‘পৌলমী’কে।

গাঢ় নীল ব্লাউজের সঙ্গে কলাপাতা সবুজ শাড়িতে মোহময়ী লাগছে আমাদের প্রিয় ‘পৌলমী’কে।

০৭ ১১
আকাশ নীল রঙের পাঞ্জাবিতে চেনা পরমব্রত। ছবি মুক্তির টেনশন রয়েছে ঠিকই। তবে তার কোনও রেশ পড়েনি চোখ-মুখে।

আকাশ নীল রঙের পাঞ্জাবিতে চেনা পরমব্রত। ছবি মুক্তির টেনশন রয়েছে ঠিকই। তবে তার কোনও রেশ পড়েনি চোখ-মুখে।

০৮ ১১
‘অল্প আঁচেই রান্না হোক জীবন’ – অল্প খুনসুটির মিশেলেই আড্ডা দিলেন পরমব্রত এবং শুভশ্রী।

‘অল্প আঁচেই রান্না হোক জীবন’ – অল্প খুনসুটির মিশেলেই আড্ডা দিলেন পরমব্রত এবং শুভশ্রী।

০৯ ১১
আড্ডা দিতে দিতেই  নিজের হাতে সযত্নে ভাত পরিবেশন করলেন পরমব্রত, শুভশ্রীর জন্য।

আড্ডা দিতে দিতেই নিজের হাতে সযত্নে ভাত পরিবেশন করলেন পরমব্রত, শুভশ্রীর জন্য।

১০ ১১
কী ভাবে রান্নার মাধ্যমে একজন গৃহবধূ নিজের পরিচয় তৈরি করেছেন, সেই গল্পই উঠে আসতে চলেছে ছবিতে।

কী ভাবে রান্নার মাধ্যমে একজন গৃহবধূ নিজের পরিচয় তৈরি করেছেন, সেই গল্পই উঠে আসতে চলেছে ছবিতে।

১১ ১১
প্রথাগত কিছু ধ্যান-ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বেছে নিয়েছেন নিজের স্বপ্নকে। পারিবারিক গল্পের মোড়কে তৈরি হয়েছে এই ছবি।

প্রথাগত কিছু ধ্যান-ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বেছে নিয়েছেন নিজের স্বপ্নকে। পারিবারিক গল্পের মোড়কে তৈরি হয়েছে এই ছবি।

বিশেষ ধন্যবাদ: আইআইএইচএম, স্থান: ইন্ডিসমার্ট হোটেল, ছবিগ্রাহক: শুভদীপ দত্ত, ভাবনা: সৌরভ ভট্টাচার্য, বৃষ্টি ভাণ্ডারী, সোনাক্ষি সাহা, পোশাক সৌজন্যে: বিশ্ব বাংলা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE