Complete and most efficient route map for kolkata metro during durga puja 2023 pandal hopping dgtl
Metro Guide for Pandal Hopping
দুগ্গা দেখুন মেট্রো চড়ে, রইল পথের হদিস
মেট্রো চেপে ঠাকুর দেখাই সেরা পন্থা। আর বেশির ভাগ মেট্রো স্টেশন থেকে বাইরে বেরোলেই খুব কাছেপিঠে একাধিক বড় পুজো
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৫:৩২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২০
পুজোর রাস্তায় জটিল যানজটে যখন বাস-ট্রাম, ট্যাক্সি, ওলা-উবের, গাড়ি স্থানুবৎ দাঁড়িয়ে থাকে, সে সময় মেট্রো রেলে মাটির তলা কিংবা মাটির অনেক উপর দিয়ে তরতরিয়ে আপনার গন্তব্যের প্যান্ডেলে পৌঁছে যাওয়ার মজাই আলাদা!
০২২০
পুজোর মেট্রোও ভিড়ে ভিড়াক্কার। কিন্তু যানজট তো নেই! তাই ভিড়ের চাপে চিঁড়েচ্যাপ্টা হলেও সঙ্গী নিয়ে মেট্রো চেপে ঠাকুর দেখাই সেরা পন্থা।
০৩২০
আর বেশির ভাগ মেট্রো স্টেশন থেকে বাইরে বেরোলেই খুব কাছেপিঠে একাধিক বড় পুজো। উত্তর থেকে দক্ষিণে মেট্রো চেপে বড় বড় দুর্গাপুজো দেখার হদিস দিচ্ছে আনন্দবাজার অনলাইন।