Advertisement
kali Puja 2022

ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ — সঠিক কালী মন্ত্রের জপে নিমেষে ফিরবে ভাগ্য!

ঠিক সময় ভক্তি ভরে নিয়ম নিষ্ঠা মেনে সঠিক মন্ত্র উচ্চারণ করলে ফিরতে পারে আপনার ভাগ্য।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২২ ০০:১৪
Share: Save:
০১ ১০
কার্তিক মাসে কৃষ্ণ পক্ষে অমাবস্যা তিথিতে হয় কালীপুজো। বিভিন্ন সতীপীঠ, কালী মন্দির, বা বারোয়ারি পুজোতে ভক্তি ভরে মানুষ আরাধনা করেন মা কালীর। কোথাও তিনি ভবতারিণী তো কোথাও তিনি তারা মা। কোথাও তিনি কালী মা তো কোথাও আবার দক্ষিণাকালী। কোথাও আবার পূজিত হন ছিন্নমস্তা রূপেও। তিনি দয়াময়ী, আবার তিনিই অসুরবিনাশিনী রণচণ্ডী রক্ত বীজ বিনাশিনী। দয়ার শরীর তাঁর। কাছে টেনে নেন ভক্তকে, আবার প্রয়োজনে হাতে তুলে নেন খড়্গ।

কার্তিক মাসে কৃষ্ণ পক্ষে অমাবস্যা তিথিতে হয় কালীপুজো। বিভিন্ন সতীপীঠ, কালী মন্দির, বা বারোয়ারি পুজোতে ভক্তি ভরে মানুষ আরাধনা করেন মা কালীর। কোথাও তিনি ভবতারিণী তো কোথাও তিনি তারা মা। কোথাও তিনি কালী মা তো কোথাও আবার দক্ষিণাকালী। কোথাও আবার পূজিত হন ছিন্নমস্তা রূপেও। তিনি দয়াময়ী, আবার তিনিই অসুরবিনাশিনী রণচণ্ডী রক্ত বীজ বিনাশিনী। দয়ার শরীর তাঁর। কাছে টেনে নেন ভক্তকে, আবার প্রয়োজনে হাতে তুলে নেন খড়্গ।

০২ ১০
তাঁর পুজো মন্ত্রতে যেন অমাবস্যাতেও ঝলমল করে ওঠে চারপাশ। তাঁর জ্যোতিতে প্রাণ পায় মাটির মূর্তি। বিশ্বাস থাকলে ও নিষ্ঠা ভরে পুজো করলে দূর হয়ে যেতে পারে আপনার সমস্ত দুঃখ কষ্ট। আগামী ২৪ অক্টোবর কালীপূজা। শাস্ত্রে বলে এই সময় থাকে অমৃত যোগ। ঠিক সময় ভক্তি ভরে নিয়ম নিষ্ঠা মেনে সঠিক মন্ত্র উচ্চারণ করলে ফিরতে পারে আপনার ভাগ্য। এই প্রতিবেদনে আপনাদের জন্য রইল এই বারের কালী পুজার তিথির বিস্তারিত তথ্য।

তাঁর পুজো মন্ত্রতে যেন অমাবস্যাতেও ঝলমল করে ওঠে চারপাশ। তাঁর জ্যোতিতে প্রাণ পায় মাটির মূর্তি। বিশ্বাস থাকলে ও নিষ্ঠা ভরে পুজো করলে দূর হয়ে যেতে পারে আপনার সমস্ত দুঃখ কষ্ট। আগামী ২৪ অক্টোবর কালীপূজা। শাস্ত্রে বলে এই সময় থাকে অমৃত যোগ। ঠিক সময় ভক্তি ভরে নিয়ম নিষ্ঠা মেনে সঠিক মন্ত্র উচ্চারণ করলে ফিরতে পারে আপনার ভাগ্য। এই প্রতিবেদনে আপনাদের জন্য রইল এই বারের কালী পুজার তিথির বিস্তারিত তথ্য।

০৩ ১০
অমাবস্যা- পড়ছে ২৪শে অক্টোবর সন্ধ্যা ৪/৫৭/৬ থাকছে ২৫ অক্টোবর অপঃ ৪/২৬/২৬ মিনিট পর্যন্ত।

অমাবস্যা- পড়ছে ২৪শে অক্টোবর সন্ধ্যা ৪/৫৭/৬ থাকছে ২৫ অক্টোবর অপঃ ৪/২৬/২৬ মিনিট পর্যন্ত।

০৪ ১০
অমৃত যোগ- দিবা ঘ ৭।২০ মধ্যে ও ৮।৪৮ গতে ১০।৫৯ মধ্যে এবং রাত্রি ঘ ৭।২৬ গতে ১০।৫৫ মধ্যে ও ২।২৪ গতে ৩।১৬ মধ্যে।

অমৃত যোগ- দিবা ঘ ৭।২০ মধ্যে ও ৮।৪৮ গতে ১০।৫৯ মধ্যে এবং রাত্রি ঘ ৭।২৬ গতে ১০।৫৫ মধ্যে ও ২।২৪ গতে ৩।১৬ মধ্যে।

০৫ ১০
মাকে প্রণাম করার সময় উচ্চারবণ করুন এই মন্ত্র - ‘এস ধুপঃ ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ’

মাকে প্রণাম করার সময় উচ্চারবণ করুন এই মন্ত্র - ‘এস ধুপঃ ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ’

০৬ ১০
যদি দান করেন পঞ্চফল সেই সময় ব্যবহার করুন এই মন্ত্র - ‘ওঁ  ক্রীং কাল্ল্যৈ নমঃ পঞ্চফলম সমর্পয়ামি।’

যদি দান করেন পঞ্চফল সেই সময় ব্যবহার করুন এই মন্ত্র - ‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পঞ্চফলম সমর্পয়ামি।’

০৭ ১০
মায়ের উদ্দেশ্যে ফুল দান করলে মনে রাখুন এই মন্ত্র - ‘এষ গন্ধপুষ্পে ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ’

মায়ের উদ্দেশ্যে ফুল দান করলে মনে রাখুন এই মন্ত্র - ‘এষ গন্ধপুষ্পে ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ’

০৮ ১০
দুধ ও স্নান সামগ্রী প্রদানের সময় ব্যবহার করুন এই মন্ত্র - ‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পয়স্নানাম সমর্পয়ামি।’

দুধ ও স্নান সামগ্রী প্রদানের সময় ব্যবহার করুন এই মন্ত্র - ‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পয়স্নানাম সমর্পয়ামি।’

০৯ ১০
যদি মায়ের উদ্দেশ্যে দেন কর্পূর - ‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ আরাত্রিকম সমর্পয়ামি।’

যদি মায়ের উদ্দেশ্যে দেন কর্পূর - ‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ আরাত্রিকম সমর্পয়ামি।’

১০ ১০
যখন মায়ের উদ্দেশ্যে প্রণাম জানাবেন, অবশ্যই মাথায় রাখুন এই মন্ত্র - ‘ওঁ ক্রীং ক্রীং হৃং হৃং হিং হিং দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং ক্রীং হৃং হৃং হ্রীং  হ্রীং হ্রীং স্বহা। ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণীধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে।’

যখন মায়ের উদ্দেশ্যে প্রণাম জানাবেন, অবশ্যই মাথায় রাখুন এই মন্ত্র - ‘ওঁ ক্রীং ক্রীং হৃং হৃং হিং হিং দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং ক্রীং হৃং হৃং হ্রীং হ্রীং হ্রীং স্বহা। ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণীধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE