Advertisement
Barisha Sarbojanin Durgotsav committee

সাবর্ণ পাড়া বড়িষা সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোয় এবার রয়েছে 'মাইলফলকের' চমক!

উঁচু-নিচু পাহাড়ি পরিবেশের মধ্যে একটি বড় পাথরের আদলে মূল মণ্ডপ তৈরি করা হয়েছে।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৩ ১৮:১৮
Share: Save:
০১ ০৫
সাবর্ণ পাড়া বড়িষা সর্বজনীন দুর্গোৎসব কমিটির এ বারের পুজোর নাম ‘মাইলস্টোন’। মণ্ডপও সেই ভাবেই তৈরি হয়েছে। প্রতিমাও মণ্ডপের সঙ্গে মিলিয়েই গড়ে নেওয়া হয়েছে।

সাবর্ণ পাড়া বড়িষা সর্বজনীন দুর্গোৎসব কমিটির এ বারের পুজোর নাম ‘মাইলস্টোন’। মণ্ডপও সেই ভাবেই তৈরি হয়েছে। প্রতিমাও মণ্ডপের সঙ্গে মিলিয়েই গড়ে নেওয়া হয়েছে।

০২ ০৫
উঁচু-নিচু পাহাড়ি পরিবেশের মধ্যে একটি বড় পাথরের আদলে মূল মণ্ডপ তৈরি করা হয়েছে।

উঁচু-নিচু পাহাড়ি পরিবেশের মধ্যে একটি বড় পাথরের আদলে মূল মণ্ডপ তৈরি করা হয়েছে।

০৩ ০৫
প্রধানত উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে বিভিন্ন রংঙের পাথর পাওয়া যায় তার দিয়েই শিল্পের আকার দেওয়ার চেষ্টা করা হয়েছে।

প্রধানত উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে বিভিন্ন রংঙের পাথর পাওয়া যায় তার দিয়েই শিল্পের আকার দেওয়ার চেষ্টা করা হয়েছে।

০৪ ০৫
এই বছরের থিম শিল্পী হলেন  বিমল সামন্ত ।আর প্রতিমা গড়েছেন প্রতিমা শিল্পী  অলোক দে

এই বছরের থিম শিল্পী হলেন বিমল সামন্ত ।আর প্রতিমা গড়েছেন প্রতিমা শিল্পী অলোক দে

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE