Advertisement
Kashi Bose Lane Durga Puja

নারী পাচারের দিকে আঙুল তুলছে এরা

কাশী বোস লেন দুর্গাপুজো কমিটি। নারী পাচার, বাল্যবিবাহের মতো বিষয়গুলি দর্শনার্থীদের সামনে তুলে ধরেছেন পুজো কমিটি।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ ১৩:২৮
Share: Save:

বর্তমান সময়ে মানব সভ্যতার অনেক উন্নতি হয়েছে। পর্দার আড়াল থেকে সামনে এসে দাঁড়িয়েছেন নারীরা। একের পর এক দৃষ্টান্ত তৈরি করছে তারা।

তবে আজও বিভিন্ন ক্ষেত্রে নারীদের অনেক প্রতিকূলতার মুখে পড়তে হয়। শহরের তুলনায় গ্রামাঞ্চলে তাঁদের বাঁধন আরও বেশি শক্ত। নারী নির্যাতন আগের তুলনায় কমেছে তা বলা শক্ত।

এই বিষয়গুলিকে নিয়েই পুজোয় নিজেদের থিম তৈরি করেছে কাশী বোস লেন। ৮৬ তম বর্ষে পদার্পণ করেছে কলকাতার অন্যতম জনপ্রিয় এই পুজো।

থিমের নাম তারা দিয়েছেন ‘চাই না হতে উমা’। মণ্ডপ জুড়ে নারীদের ওপর করা নির্যাতন, নারী পাচার, বাল্যবিবাহের মতো বিষয়গুলি দর্শনার্থীদের সামনে তুলে ধরেছেন পুজো কমিটি। কন্যা যে দেবীর রূপ তা কুমারী পুজোতে মানা হয়।

এই পুজো মণ্ডপে কুমারী পুজোর বিষয়টি তুলে ধরার জন্য দেবীমূর্তির সামনে একটি কুমারী মেয়ের আদলে মূর্তিও বসানো হয়েছে। সব নারীর মধ্যেই দেবী নিজে থাকেন কুমারী মূর্তির সাহায্যে তা তুলে ধরা হয়েছে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Durga Puja Pandal Durga Puja 2023
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE