Advertisement
হীরক সেনগুপ্ত

দুর্গা বরণ

বেদনার কাজলে আঁধার হয়েছে মহামায়া নয়ন। লিখছেন হীরক সেনগুপ্ত

স্বর্ণপাত্রের রাঙাজবা এলোমেলো মিশে যাচ্ছে গোধূলিতে

স্বর্ণপাত্রের রাঙাজবা এলোমেলো মিশে যাচ্ছে গোধূলিতে

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৭:০৭
Share: Save:

ছবিটা স্পষ্ট। মা,সেদিন তুমি রাজেন্দ্রাণী...তোমার পায়ের পাতা, পিঠে ঘের দিয়ে মাখন-সূর্য গরদের আঁচলে রোদ্দুরের কৌতূহলী রং, দিকচক্রবাল ছুঁয়ে ছুঁয়ে। স্বর্ণপাত্রে সিঁদুরমন্ডিত আহ্লাদিত নারকেল নাড়ু, মৃদু অর্পণ করছ সিংহবাহিনী জগদ্ধাত্রীর বিষন্ন পদ্ম ওষ্ঠাধরে...বেদনার কাজলে আঁধার হয়েছে মহামায়া নয়ন। উচ্ছল সিঁদুর খেলায় তোমাদের লজ্জিত লুকোচুরি,সন্তুরের পাখনায় উড়ছিল ললিত। শুভাশিস মোহরগুলি, বিলিয়ে দিচ্ছ খাদ্য,শান্তি, মঙ্গল কামনায়। আর কিছু পরে, হইহই, বাঁধভাঙা পুজো মন্ডপ, থইথই সজল সিঁথি। বছরের শোক,তাপ,দারিদ্র্য-লাঞ্ছিত তোমার ভগ্নাবশেষ নিশ্চিন্ত। আমাদের উজ্জ্বল উদ্ধারের প্রার্থনায় তুমি তখন মহামায়ার সঙ্গী। স্বর্ণপাত্রের রাঙাজবা এলোমেলো মিশে যাচ্ছে গোধূলিতে .. বিজয়া দশমী। প্রণাম নিও।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE