Advertisement
E-Paper

‘মারব নয় মরব, এটাই বেহেস্তে যাওয়ার রাস্তা’! ঢাকা জঙ্গির অডিও ক্লিপ

ঢাকার কল্যাণপুরের ‘জাহাজ-বাড়ির’ জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের পর ‘জেহাদি’ বইপত্র যেমন মিলেছিল, তেমনি উদ্ধার হয়েছিল বেশ কিছু অডিও ক্লিপ। তার মধ্যে তিনটি অডিও ক্লিপ বাইরে এসেছে। তিনটে ক্লিপে রয়েছে তিন জঙ্গির ‘জেহাদি’ বার্তা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৬ ২১:৫৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ঢাকার কল্যাণপুরের ‘জাহাজ-বাড়ির’ জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের পর ‘জেহাদি’ বইপত্র যেমন মিলেছিল, তেমনি উদ্ধার হয়েছিল বেশ কিছু অডিও ক্লিপ। তার মধ্যে তিনটি অডিও ক্লিপ বাইরে এসেছে। তিনটে ক্লিপে রয়েছে তিন জঙ্গির ‘জেহাদি’ বার্তা। এঁদের একজন নিহত জঙ্গি শেহজাদ রউফ অর্ক। অন্য দু’জন আবু রেহান এবং তাজুল হক। অর্ক এবং তাজুলের বক্ত়ৃতা ইংরেজিতে। রেহানেরটা বাংলায়। তিনজনের বক্তব্যই নিজের নিজের পরিবার এবং সাধারণ মানুষকে উদ্দেশ্য করে। অর্ক ছাড়া বাকি দু’জনের পরিচয় এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ও অ্যাডিশনাল কমিশনার মনিরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, ‘জঙ্গিদের এ ধরনের অডিও বার্তার ব্যাপারটা ঠিক। তবে এগুলো তারা অভিযানের আগেই ইন্টারনেট-সহ নানা মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। আমরা তা নিয়ে তদন্ত করছি। এগুলো সংগ্রহ করার চেষ্টা করছি।’

ইন্টারনেটে ছড়িয়ে পড়া এই অডিও ক্লিপগুলোর মধ্যে যে তিনটের খোঁজ মিলেছে, তার প্রতিলিপি তুলে দেওয়া হল:

সেহজাদ-রউফ-অর্কের অডিওবার্তা

“আমি সেহজাদ রউফ অর্ক। আমার পরিবারের প্রতি বার্তা। আমার পরিবারের সদস্য তাওহিদ রউফ এবং অন্যান্যরা যারা শেখ হাসিনার সমর্থক। আমাদের শরিয়ত আইন সমর্থন করতে হবে যাতে আমরা বেহেশতে যেতে পারি। আর এটাই বেহেশতে যাওয়ার একমাত্র পথ। আমাদের সব কিছু এর জন্যই করতে হবে। আর এ জন্য আমাদের জেহাদ করতে হবে। আমরা হত্যা করব অথবা হত্যার শিকার হব। আর এটা করতে পারলেই তবে বেহেশত আমাদের জন্য। আমরা গণতন্ত্র সমর্থন করতে পারি না। শেখ হাসিনাকে সমর্থন করতে পারি না। আমার পরিবারের সদস্য এবং যারা এটা সমর্থন করে তারা মুরতাদ। আমরা সংখ্যায় অল্প। কিন্তু আমাদের বিপুল সংখ্যক মানুষের ওপর জয়ী হতে হবে। আমরা জয়ী হব। আমরা ঘোষণা করছি- পুলিশ, র‍্যাবের যেই আমাদের প্রতিরোধ করতে আসুক, তাদের আমরা হত্যা করব। আমরা বেহেশতে যাব।”

আবু রেহানের অডিওবার্তা

“আমি আবু রেহান। আমি আমার ভাইদের বলতে চাই, আপনারা খেলাফতকে সমর্থন করুন। খেলাফাতের জন্য জানমাল কোরবান করুন। এই খেলাফত পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে পড়বে। আর আমি খালিফা আল বাগদাদিকে বলতে চাই, আপনি সেই সব কুফরদের চোখ গুলোকে উপড়ে ফেলবেন, যেগুলো দিয়ে তারা মুমিনদের দিকে তাকিয়েছে। আর আমার বাবা-মার প্রতি আমার বার্তা এই যে, আপনারা দ্বীনের পথে ফিরে আসুন। নিশ্চয়ই এটাই হবে, আমাদের বড় চাওয়া। আমাদের যদি দুনিয়ার পরিমাণ সম্পদ দেওয়া হয়, তার পরিবর্তে আপনাদের হেদায়েতকেই আমরা পছন্দ করব।”

তাজুল হকের অডিওবার্তা

“কুফর, মুরতাদ, মুনাফেক সবাই খেলাফতের বিরুদ্ধে এক হচ্ছে। তোমরা কেন লক্ষ করো না কুফর ধ্বংস হচ্ছে। খেলাফত বিস্তৃত হচ্ছে। সবাইকে খেলাফতের পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি। কুফরদের প্রতি আমার বার্তা, এটা সবে মাত্র শুরু। আমরা সারা পৃথিবী দখল করব। অপেক্ষা করো, আমরা আসছি তোমাদের জনপদে। যুদ্ধ শুরু হবে। যুদ্ধ বিস্তৃত হবে। লোন উলফ (জঙ্গিদের এক ধরনের হামলাকারী গ্রুপ)-এর সংখ্যা বাড়ছে। তাই বলছি, এটা সবে শুরু। এটা তাজুল হক-এর পক্ষ থেকে বার্তা।’

(অডিওগুলো সরাসরি ইউটিউব সহ বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করা)

আরও পড়ুন: গুলশান হত্যাকাণ্ডে ব্রিটেন এবং কানাডার দুই নাগরিক গ্রেফতার ঢাকায়

Bangladesh Militant Audio Clip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy