Advertisement
E-Paper

ফেসবুকে শাকিব-অপু সম্পর্কে কী লিখলেন বুবলি, সবিস্তারে পড়ুন

জানি, আপনারা এখন অনেকেই অনেক কিছু ভাবছেন। আমাদের দেশে মাঝেমাঝে কিছু কিছু ইস্যু সবার সামনে এসে দাঁড়ায় যখন অধিকাংশ (সবাই না) মানুষ হুমড়ি খেয়ে এক তরফা জাজমেন্ট করতে শুরু করে। আর এদের মধ্যে যারা একটু ভিন্ন ভাবে ভাবতে চায় তাদের যে কত কথা শুনতে হয় তা না হয় নাই বললাম।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ১৫:১০
শবনম বুবলি। ছবি সংগৃহীত

শবনম বুবলি। ছবি সংগৃহীত

‘‘ব্যাপারটি কি ইমোশনাল নাকি প্রফেশনাল?

কোনটা?

হুমম, একটু ভেবে বললে ভাল (যদি সময় হয়, কারণ সবাই এখন ব্যস্ত থাকেন)

জানি, আপনারা এখন অনেকেই অনেক কিছু ভাবছেন। আমাদের দেশে মাঝেমাঝে কিছু কিছু ইস্যু সবার সামনে এসে দাঁড়ায় যখন অধিকাংশ (সবাই না) মানুষ হুমড়ি খেয়ে এক তরফা জাজমেন্ট করতে শুরু করে। আর এদের মধ্যে যারা একটু ভিন্ন ভাবে ভাবতে চায় তাদের যে কত কথা শুনতে হয় তা না হয় নাই বললাম। একদম সাম্প্রতিক বিষয় নিয়ে যদি কথা হয় তা হলে আমার মন্তব্য না করাটাই শ্রেয়। কারণ এটি সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার, আর আমি স্বভাবতই নিজের মতো থাকতে পছন্দ করি কিন্তু যখন সেখানে আমার কিছু ইস্যু মানুষ নিয়ে আসে তখন তো সেখানে স্বাভাবিক ভাবে অনেকেই জানতে চাইছে এবং অনেক ফোন কল পাচ্ছি এ সব নিয়ে যে আমি কী ভাবে দেখছি এ সব!

আরও পড়ুন- ‘আমি শাকিবের স্ত্রী, এই আমাদের সন্তান’

তো আমি প্রথমেই একটা জিনিস জানতে চাই গতকাল কেন অপু বিশ্বাস এত দিনের আড়াল ভেঙে সরাসরি চ্যানেলে গিয়ে এ সব কথা বললেন?

কই এত দিন তো যাননি, কারও সামনে আসতে চাননি... কেন?

কই সাংবাদিকরা তো এত চেষ্টা করেও সামনে আনতে পারলেন না, মুখ খোলাতে পারলেন না, বরং আপনারা নাকি যখন জিজ্ঞেস করেছেন তখন নাকি নানান কথা বলেছে। তার ভাষ্যমতে, ২০০৮ সাল থেকে সে বিবাহিত তা হলে এত দিন কেন মর্যাদা চায়নি? শাকিব না হয় লুকিয়েছে, সে লুকায়নি? কেন কেরিয়ারের জন্য?

এক জন স্ত্রীর কাছে কেরিয়ার এতই বড়?

ছেলের সঙ্গে শাকিব। ছবি সংগৃহীত

কেরিয়ার নিয়ে ভাবা ঠিক আছে কিন্তু নিজের মর্যাদা আদায় এর আগে কি কেরিয়ার?

অপু বিশ্বাস আরও বলেছেন, তার সাথে শাকিবের গত এক বছরের মতো কথা হয় না, এটা কি কোনও সম্পর্কের জন্য স্বাভাবিক? তখনও তো স্বীকৃতি চাইতে সবার সামনে আসল না। কেন?

সে আরও বলল তার ডেলিভারি হয়েছে গত বছর সেপ্টেম্বরে, তা হলে তখন আসল না স্বীকৃতির জন্য। কেন?

শাকিব না হয় লুকিয়েছে, সে লুকায়নি?

আরও পড়ুন- এত দিন পর বাচ্চার স্বীকৃতি চাইছে কেন? বুবলির তোপে অপু

এক জন মায়ের কাছে কি সন্তানের থেকে কেরিয়ার বড়?

কই গত পরশুদিন পর্যন্ত তো সে বাচ্চাটির স্বীকৃতি চাইল না!

এ বার আসি কেন আসলেন সামনে...

গতকাল যখন একটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হল ‘রংবাজ’ ছবি নিয়ে, তখন তার নাকি মাথা খারাপ হয়ে গেল আমার নাম দেখে।

সে চায় না শাকিব বুবলি একসাথে কাজ করুক, সে শাকিবকে লোক মারফতে জানাল (যে হেতু সেই বলেছে শাকিব আর তার নাকি কথা হয় না এক বছরের মতো) তাকে নিয়ে একটি ছবির নিউজ করাতে না হয় আমাকে নিয়ে ছবির নিউজ অফ করাতে না হলে এটার শেষ দেখে ছাড়বে সে।

আজকে এখানে বুবলি না থেকে অন্য কেউ থাকতে পারত যার সাথে শাকিবের জুটি গড়ে উঠেছে, অপু বিশ্বাস যেটা আগের অনেক নায়িকাদের ক্ষেত্রে করতে দেয়নি যা শাকিব নিজেই বলেছে...

কেন রাজ্জাক স্যার, শাবানা ম্যাডাম, রাজ্জাক স্যার, ববিতা ম্যাডাম, রাজ্জাক স্যার কবরী ম্যাডাম জুটি ছিলেন না?

রিয়াজ ভাই শাবনুর আপু, রিয়াজ ভাই পূর্ণিমা আপু জুটি ছিলেন না?

এমন তো অনেক উদাহরণ আছে, কিন্তু অপু বিশ্বাস তার বাইরে কোনও জুটি প্রতিষ্ঠিত হোক এমনটি চায়নি বলেই কি তার মর্যাদা এতদিন চাইল না আর সন্তানের স্বীকৃতি এত দিন চাইল না।

তা হলে কি! সে ব্যায়াম করে নাকি ফিট হয়ে এসে আবার শাকিবের সাথে মুভি করত। তা হলে তার মর্যাদা আদায়ের কথা না হয় বাদই দিলাম, তার বাচ্চাটির স্বীকৃতি কোথায় যেত?

শাকিব ও বুবলি। ছবি- সংগৃহীত

এ রকম চাপাই থাকত! আজকে এই মুভি করা নিয়েই তো এত কিছু, তাকে নিয়ে ছবি করার ঘোষণা আসলে কি সে বাচ্চার স্বীকৃতি চাইত?

লুকিয়ে রাখত না?

ধরলাম শাকিব না করেছে বলতে কিন্ত মা হয়ে সে কী করল?

এখন মুভি নিয়ে সমস্যা হলো বলে সবার সামনে এসে সব বলছে?

সে সব জায়গায় বেশ কিছুদিন ধরে বলে আসছে তার ছবি করেছি আমি। তাই আমি হতে পেরেছি।

আরে বাবা, পৃথিবীর অনেক দেশেই তো অনেকের বদলে অনেক মুভি করছে বলিউড সুপারস্টার থেকে শুরু করে ঢালিউড পর্যন্ত, এমনকী অপু বিশ্বাস নিজেও অন্য অনেকের বদলে মুভি করেছে।

তা হলে এখানে এ সব অযৌক্তিক কথা বলার কী মানে?

একজন মানুষকে তারকা বানায় তার দর্শকরা, তার ভক্তরা। যার জন্য আমি আমার দর্শক এবং আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ এত অল্প সময়ে আমাকে এত ভালবাসা দেবার জন্য। আর আজকে আমি বসগিরি দিয়ে এন্ট্রি না করলে ‘প্রিয়া রে’ ছবি দিয়ে আসতাম কারণ সব প্রস্তুতি সে ভাবেই নেওয়া হয়েছিল। যেটা ওই ছবির পরিচালক প্রযোজক থেকে শুরু করে অনেকেই জানেন । ‘প্রিয়া রে’ তো অন্য কারও মুভি ছিল না, তখন সে কি বলত?

যাই হোক, যে কেউ দর্শক হিসেবে যে কোনও মন্তব্য করতে পারে সহজে কিন্তু একমাত্র তারাই ভাল বলতে পারে সব কিছু যখন যারা যে সব পরিস্থিতির মধ্য দিয়ে যায়। আর আমাকে নিয়ে কেউ যখন সারা ক্ষণ কথা বলে তখন আমারও সেই বিষয়টি পরিষ্কার করার অধিকার থাকে। এবং আমি তাই করছি।

আর হ্যাঁ সহশিল্পীদের সবার সাথে সবার ভাল বোঝাপড়া থাকে যেটা আমার সাথে শাকিবের আছে এবং থাকবে।

তাকে অনেক শ্রদ্ধা করি যেটা একদিনে তৈরি হয় না যে একদিনে কমে যাবে। কারণ শাকিব খান আমাদের গর্ব এবং তিনি তা সবসময় থাকবেন।"

Bubly Apu Biswas Shakib Khan Dhalywood Marriage Controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy