Advertisement
০৬ মে ২০২৪

জামাতে ইসলামির ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করছে বাংলাদেশ

বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাতে ইসলামির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির, সম্প্রতি আলোচিত আনসার আল ইসলাম-সহ সকল জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করার পদক্ষেপ নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংসদীয় কমিটির বৈঠকে এমনই তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৬
Share: Save:

বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাতে ইসলামির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির, সম্প্রতি আলোচিত আনসার আল ইসলাম-সহ সকল জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করার পদক্ষেপ নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংসদীয় কমিটির বৈঠকে এমনই তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে সুত্রের খবর।

সংসদীয় কমিটির এ দিনের বৈঠকের বিষয় ছিল জঙ্গিবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমিটিকে বলেছেন, “মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান-সহ অন্যান্য ধর্মের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক হচ্ছে। তাঁরা ধর্মীয় অনুশাসন অনুসরণ করে জঙ্গিবাদ নির্মূলে কাজ করার অঙ্গীকার করেছেন।”

সভায় বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা মর্যাদার সঙ্গে ওড়ানোর বিষয়ে সারা দেশের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে।

টিপু মুন্সির সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন সংসদীয় কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শামসুল হক, মোজাম্মেল হোসেন, ওমর ফারুক চৌধুরী, ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ, ফখরুল ইমাম ও কামরুন নাহার চৌধুরী। আরও উপস্থিত ছিলেন পুলিশের আইজি এ কে এম শহীদুল হক, র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

jamaat e islami
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE