Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Daud Merchant

দাউদ মার্চেন্টকে কি দেশে ফেরানো হচ্ছে? জল্পনা ভারত-বাংলাদেশে

দাউদ মার্চেন্টকে কি ভারতে ফেরানো হচ্ছে? বাংলাদেশের কারাগার থেকে তার মুক্তির পর এমনই জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। টি-সিরিজ কর্তা তথা বলিউড প্রযোজক গুলশন কুমার হত্যা মামলার অভিযুক্ত আব্দুর রউফ ওরফে দাউদ মার্চেন্ট ২০০৯ সাল থেকে বাংলাদেশের জেলে বন্দি ছিল।

দাউদ মার্চেন্ট। —ফাইল চিত্র।

দাউদ মার্চেন্ট। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৬ ১৮:৪৩
Share: Save:

দাউদ মার্চেন্টকে কি ভারতে ফেরানো হচ্ছে? বাংলাদেশের কারাগার থেকে তার মুক্তির পর এমনই জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। টি-সিরিজ কর্তা তথা বলিউড প্রযোজক গুলশন কুমার হত্যা মামলার অভিযুক্ত আব্দুর রউফ ওরফে দাউদ মার্চেন্ট ২০০৯ সাল থেকে বাংলাদেশের জেলে বন্দি ছিল। রবিবার সন্ধ্যায় তাকে কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

২০০৯ সালের ২৮ মে ব্রাহ্মণবাড়িয়া থেকে দুই শাগরেদ সহ দাউদ মার্চেন্টকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। সেই থেকে দাউদ মার্চেন্ট বাংলাদেশের জেলেই ছিল। কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কর্তা কর্নেল ইকবাল হাসান জানিয়েছেন, দাউদ মার্চেন্টের বিরুদ্ধে যে দু’টি মামলা ছিল, সেই দু’টিতেই তার সাজার মেয়াদ শেষ হয়েছে তাই আদালতের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে জেল থেকে বেরনোর পর দাউদ কোথায় গিয়েছে, সে সম্পর্কে ইকবাল হাসান কোনও মন্তব্য করতে চাননি।

দাউদ মার্চেন্ট এখন কোথায় রয়েছে বা তাকে ভারতে পাঠানো হচ্ছে কি না, সে নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও কিন্তু কোনও স্পষ্ট মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘‘আদালতের নির্দেশে দাউদ মার্চেন্টকে ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে থাকতে হলে, তাকে ভিসা নিয়ে থাকতে হবে। না হলে তাকে ভারতে ফিরে যেতে হবে।’’ শেষ পর্যন্ত কোনটা হচ্ছে, তা অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেননি। দাউদ মার্চেন্টকে ভারতে পুশব্যাক করা হবে কি না, সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘পুশব্যাকের কোনও দরকার নেই, যা করার ভারতীয় দূতাবাসই করবে।’’

তা হলে কি জেল থেকে বেরনোর পরই দাউদ মার্চেন্টকে ভারতীয় দূতাবাসের হাতে তুলে দেওয়া হয়েছে? তাকে ভারতে ফেরানোর প্রক্রিয়া কি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে? এ বিষয়ে বাংলাদেশ সরকারের তরফে এখনও কোনও স্পষ্ট মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন: চট্টগ্রামে মেঘের গোলায় নাকাল বিমান, বাঁচালো কলকাতা এটিসি

কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের অন্যতম সহযোগী এই আব্দুর রউফ ওরফে দাউদ মার্চেন্ট। টি-সিরিজের পূর্বতন কর্ণধার তথা বলিউড প্রযোজক গুলশন কুমারকে হত্যার দায়ে গ্রেফতার করা হয়েছিল দাউদ মার্চেন্টকে। ২০০২ সালে ভারতের আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ২০০৯ সালে ১৪ দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় তাকে। সেই সময়েই দাউদ মার্চেন্ট ভারত ছেড়ে পালিয়ে যায়। তার পর বাংলাদেশে গ্রেফতার হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE