Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Bangladesh news

কুমিরের সাথে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশে

এত কাণ্ডের পরেও, এত মৃত্যুর পরেও শিক্ষা হচ্ছে কি! সেলফির লাগামছাড়া নেশায়, দিগ্বিদিক জ্ঞানশূন্য হওয়ার মাসুল গুতে হল আরও একজনকে। প্রাণ দিয়ে। এ বার বাংলাদেশের বরগুনার তালতলী উপজেলার ঘটনা।

সেই কুমির।

সেই কুমির।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ১৯:২১
Share: Save:

এত কাণ্ডের পরেও, এত মৃত্যুর পরেও শিক্ষা হচ্ছে কি! সেলফির লাগামছাড়া নেশায়, দিগ্বিদিক জ্ঞানশূন্য হওয়ার মাসুল গুতে হল আরও একজনকে। প্রাণ দিয়ে। এ বার বাংলাদেশের বরগুনার তালতলী উপজেলার ঘটনা। ইকোপার্কে কুমির প্রজনন কেন্দ্রে কুমিরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হল এক দর্শনার্থীর। শনিবার দুপুরে বিপজ্জনক স্থানে দাঁড়িয়ে ছবি তোলার সময় একটি কুমির ওই দর্শনার্থীকে টেনে পুকুরে নামিয়ে মেরে ফেলে।

নিহতের নাম আসাদুজ্জামান রনি (২৯)। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক মো. গোলাম মোস্তফার একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ দুপুর ২টো নাগাদ রনি তালতলীর ট্যাংড়াগিরি ইকোপার্কের কুমির প্রজননকেন্দ্রে কুমির দেখতে যান। তিনি বিপদসীমার প্রাচীর টপকে একটি কুমিরের কাছাকাছি গিয়ে সেলফি তুলছিলেন। হঠাৎ একটি কুমির তাঁকে আক্রমণ করে। কুমিরটি তাঁকে টেনে পুকুরে নিয়ে যায়।

আরও পড়ুন: গণহত্যার স্বীকৃতি চেয়ে তৎপর ঢাকা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Selfie Crocodile
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE