Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ঢাকায় আজ পর্রীকর, কথা হাসিনার সঙ্গে

আগামী মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত বোঝাপড়া চুক্তি হতে চলেছে। তার তোড়জোড়ের জন্য বুধবার দু’দিনের সফরে ঢাকা যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৬ ০২:২৩
Share: Save:

আগামী মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত বোঝাপড়া চুক্তি হতে চলেছে। তার তোড়জোড়ের জন্য বুধবার দু’দিনের সফরে ঢাকা যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। এই প্রথম ভারতের কোনও প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশে যাচ্ছেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে— পর্রীকরের ঢাকা সফর আরও আগেই নির্ধারিত ছিল। কিন্তু বিভিন্ন কারণে বারে বারে সেটা পিছিয়ে গিয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দু’দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ইসলামি জঙ্গি ও উত্তর-পূর্ব ভারতের উগ্রপন্থীদের মোকাবিলায় ঢাকা যে ভাবে ভারতকে সহযোগিতা করছে, প্রধানমন্ত্রীও তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। জঙ্গি ও জাল নোট নিয়ন্ত্রণে দু’দেশের গোয়েন্দারা নিরন্তর তথ্য আদানপ্রদান করে চলেছেন। সীমান্ত ও জলসীমায় যৌথ নজরদারিও চলছে। এর সুফলও মিলেছে। বিদেশ মন্ত্রকের সূত্র বলছেন, চুক্তির পরে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত হবে। অত্যাধুনিক সমরসম্ভার কেনার পরিকল্পনা নিয়েছেন হাসিনা। সে বিষয়েও সহযোগিতার প্রস্তাব দিতে পারেন পর্রীকর। জলদস্যু, মাদক ও অস্ত্র চালানের মতো অচিরাচরিত চ্যালেঞ্জের মোকাবিলা নিয়েও কথা হবে পর্রীকরের সফরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sheikh hasina Parrikar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE