Advertisement
০২ মে ২০২৪
Bangladesh

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঘিরে নাটক, এভ্রিলের মুকুট গেল জেসিয়ার মাথায়

নাটকের সেই শুরু। প্রথম বোমা ফাটালেন প্রতিযোগিতার অন্যতম বিচারক বাংলাদেশের সেলিব্রেটি শম্পা রেজা। গণমাধ্যমে আয়োজকদের বিরুদ্ধে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ আনলেন। পরের বোমাটি ফাটলো জান্নাতুল নাঈমের বিয়ের খবরে। পাঁচ বছর আগে ১৬ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তখনকার আমেনা। ব্যবসায়ী স্বামীকে অস্বীকার করে তিনি জন্ম দিলেন সিনেমার গল্পকে হার মানানো এক গল্পের। আমেনা হয়ে গেলেন এভ্রিল।

জেসিয়া ইসলাম ও জান্নাতুল নাঈম এভ্রিল। ছবি: সংগ্রহ।

জেসিয়া ইসলাম ও জান্নাতুল নাঈম এভ্রিল। ছবি: সংগ্রহ।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৭ ২১:৫৪
Share: Save:

নাটক চলল বেশ কয়েক দিন ধরেই। সেই নাটক ঘিরে সোশ্যাল মিডিয়াতেও ঝড়। ২৯ সেপ্টেম্বর আলো-ঝলমলে সন্ধ্যায় শিনা চৌহাণের ঘোষণায় সেরা সুন্দরী জেসিয়া ইসলামকেই পাঁচ দিন পর আবারও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঘোষণা করল কর্তপক্ষ। মাঝে উঠে এল জান্নাতুল নাঈম এভ্রিল নামের এক কৃষক কন্যা। সেই সন্ধ্যাতেই নাম বিভ্রাটের কারণে যাঁর মাথায় উঠেছিল, 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' এর মুকুট। তবে এই ঘোষণা শিনা চৌহানের মুখ থেকে শোনা গেল না। মঞ্চে মাইক্রোফোন হাতে উঠে এলেন আয়োজক অন্তর শোবিজের স্বপন চৌধুরী। শিনা চৌহানই শুধু নয়, বিচারক, দর্শক সবাইকে অবাক করে দিয়ে তিনি ঘোষণা করলেন, এভ্রিলই যাচ্ছেন চিনের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ।

নাটকের সেই শুরু। প্রথম বোমা ফাটালেন প্রতিযোগিতার অন্যতম বিচারক বাংলাদেশের সেলিব্রেটি শম্পা রেজা। গণমাধ্যমে আয়োজকদের বিরুদ্ধে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ আনলেন। পরের বোমাটি ফাটলো জান্নাতুল নাঈমের বিয়ের খবরে। পাঁচ বছর আগে ১৬ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তখনকার আমেনা। ব্যবসায়ী স্বামীকে অস্বীকার করে তিনি জন্ম দিলেন সিনেমার গল্পকে হার মানানো এক গল্পের। আমেনা হয়ে গেলেন এভ্রিল।

সব মিলিয়ে এক ল্যাজে গোবরে পরিস্থিতি 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' আয়োজনের।

আরও পড়ুন:

ভারতের বৃহত্তম ঋণদান বাংলাদেশকে

রোহিঙ্গাদের ফেরাতে আশ্বাস মায়ানমারের

দেশজুড়ে চলল আলোচনার ঝড়। নানা প্রশ্ন উঠল। এর মাঝেই এভ্রিল প্রকাশ করলেন এক ভিডিও। সেখানে তিনি দাবি করেন, তাঁকে বাল্যবিবাহ দিতে চেষ্টা করেছে তাঁর পরিবার। সব অস্বীকার করে আজ তিনি এই অবস্থানে এসেছেন। বিয়ের খবর লুকিয়ে তিনি হয়তো অপরাধ করেছেন, কিন্তু হেরে যাননি।

এত সব কাণ্ড শেষে বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে বাতিল করা হল জান্নাতুল নাঈম এভ্রিলের খেতাব। তাঁর পরিবর্তে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে চিনে যাওয়ার অনুমতি পেলেন জেসিয়া ইসলাম। ওই সাংবাদিক সম্মেলনেই এভ্রিলের খেতাব বাতিলের ঘোষণা করা হয়। প্রথম রানার্স আপ হিসাবে জেসিয়ার মাথায় মুকুট পরানোর কথাও ঘোষণা করা হয়।

প্রতিযোগিতার বিচারক বিবি রাসেল বলেন, “ভুল সবারই হয়। আশা করি, বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হবে।” বিচারকদের মধ্যে শম্পা রেজা ও চঞ্চল মাহমুদও উপস্থিত ছিলেন ওই সম্মেলনে। বাকি দুই বিচারক জুয়েল আইচ ও সোনিয়া বশির কবির সেখানে অনুপস্থিত ছিলেন। আয়োজকরা জানিয়েছে, জটিলতা দেখা দেওয়ায় ‘মিস ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষকে তারা বিষয়টি জানায়।

‘মিস ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষের বরাত দিয়ে সাংবাদিক সম্মেলনে জানানো হয়, বিবাহিত কিংবা ডিভোর্সি হওয়ায় এভ্রিলের ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিতে কোনও বাধা নেই। কিন্তু নিজের বিয়ের খবর গোপন রেখে তিনি অসততার পরিচয় দিয়েছেন। সে কারণে তাকে প্রতিযোগিতায় অংশ নিতে নিরুৎসাহিত করা হচ্ছে।

ওই বার্তা পাওয়ার পর অন্তর শো বিজ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আয়োজকরা এভ্রিলের খেতাব বাতিল করার সিদ্ধান্ত নেয়।

দেখুন ভিডিও:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE