শুক্রবার ভোরে শ্যামানন্দ বাবাজি হত্যাকাণ্ডের ঘন্টা চারেক আগে ঝিনাইদহে পুলিশের সঙ্গে 'গুলির লড়াইয়ে' দুই যুবক প্রাণ হারান। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার তেতুলবাড়িয়া এলাকায় ওই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় ৩ পুলিশকর্মী জখম হন। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় জানা যায়নি। তবে, জামায়াতের ছাত্র শাখা ইসলামি ছাত্র শিবিরের তরফে দাবি করা হয়েছে, নিহত দু'জনই তাদের কর্মী।
আরও পড়ুন- বাংলাদেশে ফের এক পুরোহিতকে কুপিয়ে খুন, এ বারও ঝিনাইদহে