Advertisement
২৪ এপ্রিল ২০২৪
টালবাহানার অভিযোগ গ্রাহকদের

রান্নার গ্যাসে ভর্তুকি সরাসরি ব্যাঙ্কে জমার প্রক্রিয়া শুরু রাজ্যে

ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে রান্নার গ্যাসের গ্রাহকদের সরাসরি ভর্তুতির টাকা বণ্টনের ব্যবস্থা এ রাজ্যে চালু হবে আগামী ১ জানুয়ারি থেকে। তবে এখন থেকেই সেই প্রক্রিয়ার প্রস্তুতি পর্ব শুরু করছে তেল সংস্থাগুলি। তারা জানিয়েছে, এ জন্য গ্রাহকদের যে-আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে, তা বণ্টন ও জমা দেওয়ার প্রক্রিয়াও গ্যাসের ডিস্ট্রিবিউটরদের দোকানে চালু করছে তারা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৪ ০১:৪৪
Share: Save:

ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে রান্নার গ্যাসের গ্রাহকদের সরাসরি ভর্তুতির টাকা বণ্টনের ব্যবস্থা এ রাজ্যে চালু হবে আগামী ১ জানুয়ারি থেকে। তবে এখন থেকেই সেই প্রক্রিয়ার প্রস্তুতি পর্ব শুরু করছে তেল সংস্থাগুলি। তারা জানিয়েছে, এ জন্য গ্রাহকদের যে-আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে, তা বণ্টন ও জমা দেওয়ার প্রক্রিয়াও গ্যাসের ডিস্ট্রিবিউটরদের দোকানে চালু করছে তারা।

সকলের আধার নম্বর না-থাকায় সরাসরি ভর্তুকি দেওয়া নিয়ে সমস্যা হয় ইউপিএ সরকারের আমলে। ফলে এই প্রক্রিয়া চালু হয়েও তা পরে বন্ধ হয়ে যায়। কেন্দ্রের নয়া সরকার ফের তা চালু করছে। তবে আধার নম্বর না-পেলেও শুধুই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই এ বার সরাসরি ভর্তুকির টাকা নিজের অ্যাকাউন্টে পাবেন গ্রাহকেরা।

তবে এ রাজ্যের গ্রাহকদের অনেকেরই অভিযোগ, ডিস্ট্রিবিউটরদের দোকানে গিয়ে আবেদনপত্র চাইলে তা মিলছে না। বলা হচ্ছে, এখনও এই ব্যবস্থা চালু হয়নি। আবেদনপত্র আসেনি। এ প্রসঙ্গে বুধবার ইন্ডিয়ান অয়েল (আইওসি)-এর পূর্বাঞ্চলের এগ্জিকিউটিভ ডিরেক্টর ওয়াই কে গুপ্ত অবশ্য জানিয়েছেন, ওয়েবসাইটের পাশাপাশি ডিস্ট্রিবিউটরদের দোকানেও আবেদনপত্র পাবেন গ্রাহকেরা। সংস্থা আবেদনপত্র ডিস্ট্রিবিউটরদের কাছে পাঠাতে শুরু করেছে। শীঘ্রই সর্বত্র যাতে তা পৌঁছয়, তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি।

যাঁদের এখনও আধার নম্বর নেই, তাঁরা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য-সহ আবেদনপত্র (ফর্ম-৪) ডিস্ট্রিবিউটরের কাছে জমা দেবেন বা সরাসরি ওয়েবসাইটে নথিভুক্ত করাবেন। নয়তো গ্যাসের সংযোগ সংক্রান্ত তথ্য-সহ আবেদন পত্র (ফর্ম-৩) ব্যাঙ্কে জমা দেবেন। তবে এখনও সব ব্যাঙ্কে এই আবেদনপত্র জমা নেওয়ার ব্যবস্থা তৈরি হয়নি। আপাতত ন’টি ব্যাঙ্কে তা শুরু হচ্ছে। আগামী দিনে অন্য ব্যাঙ্কেও তা জমা নেওয়া হবে বলে তেল সংস্থাগুলির আশা।

যাঁরা আধার নম্বর জমা দিতে চান, তাঁরা আগের মতোই দুটি আবেদনপত্র (ফর্ম ১ ও ২) যথাক্রমে ব্যাঙ্ক ও ডিস্ট্রিবিউটরের কাছে জমা দেবেন। ডিস্ট্রিবিউটরের বদলে গ্রাহকেরা সরাসরি তেল সংস্থা ও আধার কর্তৃপক্ষের ওয়েবসাইটে অথবা তেল সংস্থার আইভিআরএস ব্যবস্থাতেও তথ্য জানাতে পারবেন। তবে সে ক্ষেত্রেও ব্যাঙ্কের কাছে ফর্ম-১ জমা দিতে হবে।

তবে সরাসরি ভর্তুকির টাকা পাওয়ার আগে প্রথম সিলিন্ডারটি বুক করার পরে যে এককালীন আগাম অর্থ (অ্যাডভান্স) গ্রাহকের পাওয়ার কথা, তার পরিমাণ এ বার কিছুটা বদলাচ্ছে। আগে তা ছিল ৪৩৫ টাকা। আগামী ১ জানুয়ারি থেকে এ রাজ্যে এই ব্যবস্থা চালু হলে তা হবে ৫৬৮ টাকা। তবে যাঁরা আগে ৪৩৫ টাকা আগাম পেয়ে গিয়েছেন তাঁরা আর নতুন করে কোনও অ্যাডভান্স পাবেন না।

তেল সংস্থা সূত্রের খবর, আগের পর্যায়ে যখন এ রাজ্যে সরাসরি ভর্তুকির টাকা গ্রাহকের অ্যাকাউন্টে বণ্টনের পরিষেবা চালু হয়েছিল, যখন প্রায় ২৫ কোটি টাকা গ্রাহকদের এ ভাবে বণ্টন করেছিল তারা। আইওসি কর্তার দাবি, এ রাজ্যে গড়ে প্রায় ৫৬% নাগরিকের আধার নম্বর তৈরি হয়ে গিয়েছে। কিন্তু মোট ৯৩ লক্ষ রান্নার গ্যাসের গ্রাহকের মধ্যে মাত্র ৫.৮% আধার নম্বর জমা দিয়েছেন। তাঁর আর্জি, যে-সব গ্রাহকের আধার নম্বর তৈরি হয়ে গিয়েছে, তাঁরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি আধার নম্বরও জমা দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cooking gas subsidies bank account
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE