Advertisement
E-Paper

মার্কিন মুলুকে দেউলিয়া নীরবের সংস্থা

এ দিনই পিএনবি- কাণ্ডে মূল অভিযুক্ত নীরবের নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির অনুমতি চেয়ে আদালতে গিয়েছে ইডি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৪৫
নীরব মোদী

নীরব মোদী

পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে তাঁদের পক্ষে এখনই ঋণ শোধ করা সম্ভব নয় বলে আগেই জানিয়েছেন নীরব মোদী। এ বার মার্কিন আদালতে দেউলিয়া ঘোষণা করল তাঁর সংস্থা ফায়ারস্টার ডায়মন্ড। আবার এ দিনই পিএনবি- কাণ্ডে মূল অভিযুক্ত নীরবের নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির অনুমতি চেয়ে আদালতে গিয়েছে ইডি।

পাশাপাশি, পিএনবি-কাণ্ডে প্রতারণার অঙ্ক যে আরও বেশি, তা স্টক এক্সচেঞ্জকে জানাল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। এর আগে হিসেব করা ১১,৩৯৪.০২ কোটি টাকা ছাড়িয়ে যাবে প্রতারণার অঙ্ক। ব্যাঙ্ক স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে, আরও ১৩২৩ কোটি টাকা জালিয়াতির হদিস মেলায় তা ছোঁবে ১২,৭১৭ কোটি টাকা।

সোমবার গভীর রাতে (ভারতীয় সময় অনুযায়ী) নিউ ইয়র্কের আদালতে মার্কিন দেউলিয়া বিধির ১১ নম্বর ধারায় আবেদন জানিয়েছে পিএনবি কাণ্ডে মূল অভিযুক্ত নীরবের সংস্থা। জানিয়েছে, ভারত, আমেরিকা, ইউরোপ সমেত বিভিন্ন জায়গায় হিরে ও তার গয়নার ব্যবসা করা সংস্থাটি এই মুহূর্তে নগদ এবং পণ্য জোগানের অভাবে ভুগছে।

নীরবের সংস্থার এই দেউলিয়া ঘোষণার দিনে নরেন্দ্র মোদীকে ফের এক দফা বিঁধেছে কংগ্রেস। প্রশ্ন তুলেছে, ‘চৌকিদার মোদী’ চুপ কেন? তাদের দাবি, মাত্র দশ দিনে ৩১ হাজার কোটির কেলেঙ্কারি সামনে এসেছে। এটিকে তারা তকমা দিয়েছে ‘জন-ধন লুট’ বলে। তাদের প্রশ্ন, খোদ প্রধানমন্ত্রীর দফতরে আগাম খবর থাকা সত্ত্বেও মোদী, চোক্সী দেশ ছাড়লেন কী ভাবে? আর এত কিছু সামনে আসার পরেও নরেন্দ্র মোদী এখনও মৌনী কেন? রোটোম্যাক পেন সংস্থার কর্ণধার বিক্রম কোঠারি ও তাঁর গোষ্ঠীকে মঙ্গলবার আরও এক ডজন চার্জশিট দিল আয়কর দফতর।

দিনভর


মার্কিন আদালতে দেউলিয়া ঘোষণা করল নীরব মোদীর সংস্থা ফায়ারস্টার ডায়মন্ড


নীরবের নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির অনুমতি চেয়ে আদালতের দরজায় ইডি। আর একটি আদালতে সমন করফাঁকি নিয়ে


এলাহাবাদ ব্যাঙ্কের সিএমডিকে জেরা সিবিআইয়ের। ২০১৫ সালের ১৪ অগস্ট থেকে ২০১৭-এর মে পর্যন্ত পিএনবির কর্ণধার ছিলেন তিনি


পিএনবি জানাল, জালিয়াতির অঙ্ক আরও ১,৩২৩ কোটি টাকা বেশি। মোট ১২,৭১৭ কোটি


মেহুল চোক্সীর ধারের খাতা খুঁজতে গিয়ে নাম মিলল আইসিআইসিআই ব্যাঙ্ক সমেত ৩৪টি ব্যাঙ্কের কনসোর্টিয়ামের


রোটোম্যাক কর্তা ও তাঁর গোষ্ঠীকে আরও এক ডজন চার্জশিট


সব কিছুর পরেও মোদী মৌনী কেন, ফের কটাক্ষ কংগ্রেসের

Nirav Modi নীরব মোদী Firestar Diamond
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy