Advertisement
E-Paper

রাত ৮টার পরে ভরা হবে না এটিএম

নগদ ভর্তি গাড়ি ছিনতাই করতে পারে দুর্বৃত্তরা। এই আশঙ্কায় এ বার দিনের আলো নিভে আসার সঙ্গে সঙ্গেই এটিএমে টাকা ভরার ব্যাপারে সাবধান হতে চায় কেন্দ্রীয় সরকার। ফলে এ সংক্রান্ত এক নির্দেশিকায় শহরাঞ্চলের এটিএমগুলিতে রাত আটটার পরে আর নগদ ভরতে নিষেধ করেছে তারা। বরং, তাদের নির্দেশ, বেসরকারি নগদ পরিবহণ সংস্থাগুলি যেন ব্যাঙ্ক থেকে টাকা সংগ্রহ করে নিয়ে এসে এটিএমে ভরার কাজ দিনের প্রথমার্ধেই সেরে ফেলে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৬ ০৩:৩৪

নগদ ভর্তি গাড়ি ছিনতাই করতে পারে দুর্বৃত্তরা। এই আশঙ্কায় এ বার দিনের আলো নিভে আসার সঙ্গে সঙ্গেই এটিএমে টাকা ভরার ব্যাপারে সাবধান হতে চায় কেন্দ্রীয় সরকার। ফলে এ সংক্রান্ত এক নির্দেশিকায় শহরাঞ্চলের এটিএমগুলিতে রাত আটটার পরে আর নগদ ভরতে নিষেধ করেছে তারা। বরং, তাদের নির্দেশ, বেসরকারি নগদ পরিবহণ সংস্থাগুলি যেন ব্যাঙ্ক থেকে টাকা সংগ্রহ করে নিয়ে এসে এটিএমে ভরার কাজ দিনের

প্রথমার্ধেই সেরে ফেলে।

প্রাত্যহিক কাজকর্ম অনেক ভোরে শুরু হয় বলে গ্রামের দিকে বিকেল ফুরোতে না-ফুরোতেই রাতের স্তব্ধতা নামতে থাকে দ্রুত। তাই সেখানকার এটিএমগুলিতে টাকা ভরার সময়সীমা বিকেল ৫টা রাখার কথা বলা হয়েছে। আর নকশাল অধ্যুষিত জেলাগুলিতে নিরাপত্তার কারণে তা রাখা হয়েছে আরও আগে, দুপুর তিনটে নাগাদই।

দেশের প্রতিটি প্রান্তের নিরাপত্তা দিনের পর দিন কী ভাবে আরও বিপন্ন হয়ে পড়ছে, সেটা প্রতিদিনকার চুরি-ডাকাতি, খুন-জখম, ধর্ষণ, প্রতারণার হাজারো ঘটনাক্রম থেকে স্পষ্ট। সংশ্লিষ্ট মহলের একাংশ বলছে, আমজনতার স্বার্থে এটিএমে ২৪ ঘণ্টা যথেষ্ট পরিমাণে টাকা রাখার ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিষেবা হওয়া সত্ত্বেও কেন্দ্রের এই উদ্যোগ সুরক্ষাহীনতার সেই ছবিটাকেই আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কারণ, দিনভর বেশি টাকা তোলা হলে অনেক ক্ষেত্রেই তা ফুরিয়ে যেতে পারে। অনেকেরই আশঙ্কা, এর পরে রাত-বিরেতে কারও যদি অর্থের প্রয়োজন পড়ে তখন এটিএম থেকে তা মিলবে তো?

শুধু টাকা ভরার সময় বেঁধে দেওয়া নয়, কেন্দ্রীয় প্রস্তাবে সুরক্ষা আঁটোসাঁটো করার আরও বেশ কিছু বন্দোবস্তের কথা বলা হয়েছে। যেমন, যে সব গাড়িতে নগদ বয়ে আনা হবে, সেগুলির নকশা বিশেষ ভাবে করা, নজরদারি চালাতে সিসিটিভি ও জিপিএস রাখা, একলপ্তে পাঁচ কোটি টাকার বেশি বয়ে না-আনা ইত্যাদি।

বলা হয়েছে, প্রতিটি গাড়িতে দু’টি আলাদা অংশ থাকতে হবে। যে-অংশে নগদ থাকবে, সেটা পোক্ত ইস্পাতের তৈরি হতে হবে এবং সেখানে একটি দরজা থাকতে হবে, যা ভেতরের দিকে খুলবে বিশেষ ভাবে তৈরি বৈদ্যুতিন বা হাতে খোলার লক মারফত। গাড়িতে এক জন চালক, দু’জন সশস্ত্র নিরাপত্তারক্ষী ও দু’জন এটিএম অফিসার বা তত্ত্বাবধায়ক থাকতে হবে। এ ছাড়া, এ রকম কোনও আক্রমণের ঘটনা ঘটলে গাড়িতে থাকা দু’জন সশস্ত্র নিরপত্তারক্ষী ও চালক যাতে দ্রুত সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন এবং গাড়িটিকে সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে পারেন, সে জন্য বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে তাঁদের।

যে-সব নিরাপত্তা সংস্থা নগদ বয়ে নিয়ে যায় ও তা এটিএমে ভরে, তাদের কাজের নতুন পদ্ধতি নির্ধারণের প্রস্তাব দিতে গিয়েই সুরক্ষা জোরদারে কড়াকড়ির এই শর্ত এনেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সারা দেশে ওই সমস্ত সংস্থাগুলির প্রায় ৮,০০০টি বেসরকারি গাড়ি দিনে ১৫ হাজার কোটি টাকা মতো নগদ নিয়ে যাতায়াত করে। এ ছাড়া, ব্যাঙ্কের তরফে আরও বাড়তি ৫,০০০ কোটি রাতের জন্য রাখা থাকে নিরাপত্তা সংস্থাগুলির সিন্দুকে। যাতে দরকার পড়লে সেখান থেকে এটিএমে প্রয়োজনীয় নগদ ভরে দিতে পারে তারা।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন প্রান্তে নগদ বয়ে নিয়ে যাওয়ার গাড়িতে আক্রমণ, ছিনতাই ও লুঠপাটের ঘটনা বেড়ে যাওয়ায় ওই সব নিরাপত্তা সংস্থার কর্মপদ্ধতি নতুন করে তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। বেসরকারি নিরপত্তা সংস্থা নিয়ন্ত্রণ আইন (২০০৫) অনুযায়ী সমস্ত রাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ সংক্রান্ত নির্দেশিকা কার্যকর করতে বলা হয়েছে। এমনকী আগামী দিনে বিধিগুলি ঠিকমতো মেনে চলা হচ্ছে কি না, নিয়মিত নজর রাখতে বলা হয়েছে
তার উপরেও।

atm refilling
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy