গ্রেফতার হওয়ার তিন ঘণ্টা পরেই জামিন পেয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে ব্যঙ্গের খোঁচা বিজয় মাল্যর। মঙ্গলবার ওয়েস্টমিনিস্টারের মেট্রোপলিটন আদালতে জামিনের পর তাঁর টুইট, “ভারতীয় মিডিয়ার হাইপ ছাড়া এটা আর কিছুই নয়। যেমন ভাবা হয়েছিল প্রত্যর্পণ নিয়ে আজ আদালতে শুনানি শুরু হয়েছে।”
আরও পড়ুন
লন্ডনে গ্রেফতার বিজয় মাল্য, তিন ঘণ্টার মধ্যেই জামিনে মুক্ত
মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ মাল্যকে গ্রেফতার করে স্কটল্যান্ড ইয়ার্ড। তাঁর বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার ঋণখেলাপি-সহ একাধিক মামলা ঝুলছে ভারতে। গত বছর মার্চ দেশ ছেড়ে ব্রিটেনে তলে যাওয়ার পর থেকেই তাঁকে পলাতক ঘোষণা করে ভারত সরকার। গত ফেব্রয়ারিতেই মাল্যর প্রত্যর্পণ নিয়ে ব্রিটিশ সরকারকে অনুরোধ করে ভারত। প্রত্যর্পণের বিষয়টি এখন আদালতের বিচারাধীন।
বিজয় মাল্যর সেই টুইট
Usual Indian media hype. Extradition hearing in Court started today as expected.
— Vijay Mallya (@TheVijayMallya) April 18, 2017
বিজয় মাল্যর সেই টুইট
এ দিন মাল্যর গ্রেফতারির পরে স্বাভাবিক ভাবেই ভারতীয় সংবাদমাধ্যমে তা নিয়ে তুমুল হইচই শুরু হয়। তাঁর প্রত্যর্পণ নিয়েও জল্পনা শুরু হয়ে যায়। কিন্তু, গ্রেফতারির মাত্র তিন ঘণ্টা পরেই জামিন পেয়ে আপাতত শেষ হাসি বিজয় মাল্যের মুখে।