Advertisement
২৪ এপ্রিল ২০২৪

প্রেমিকই মেয়ের মৃত্যুর জন্য দায়ী, থানায় গেলেন বিতস্তার মা

অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় অভিযোগের আঙুল উঠছে প্রেমিকের দিকে। বিতস্তা সাহা মৃত্যু-কাণ্ডে বুধবার গরফা থানায় এফআইআর করেন মা গীতাদেবী। তাঁর অভিযোগ, আয়কর দফতরের এক আধিকারিক বিতস্তাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন।

ফেসবুকে এই নিজস্বীই পোস্ট করেছিলেন বিতস্তা।

ফেসবুকে এই নিজস্বীই পোস্ট করেছিলেন বিতস্তা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৭ ০২:০৬
Share: Save:

অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় অভিযোগের আঙুল উঠছে প্রেমিকের দিকে।

বিতস্তা সাহা মৃত্যু-কাণ্ডে বুধবার গরফা থানায় এফআইআর করেন মা গীতাদেবী। তাঁর অভিযোগ, আয়কর দফতরের এক আধিকারিক বিতস্তাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বাইপাসের ধারে এক অভিজাত আবাসন থেকে আঠাশ বছরের বিতস্তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গীতাদেবী তাঁর মেয়ের মৃত্যুর জন্য সরাসরি দায়ী করেছেন ওই ব্যক্তিকে। তাঁর দাবি, বিতস্তা বরাবরই কাজে মনোযোগী ছিলেন। মায়ের সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্ক ছিল। কিন্তু গত তিন-চার মাস ধরে সেই সম্পর্কে চিড় ধরে। ওই ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার পরে বদলে যান বিতস্তা। গীতাদেবী জানান, গভীর রাত পর্যন্ত ওই ব্যক্তির সঙ্গে বাইরে ঘুরতেন বিতস্তা। এই সম্পর্কে গীতাদেবী আপত্তি জানানোয় তিন মাস আগে পি মজুমদার রোডের বাড়ি ছেড়ে বেরিয়ে যান বিতস্তা।

বিতস্তার পরিবার সূত্রের খবর, তাঁরা জানতেন, টলিউডের এই নতুন অভিনেত্রী মানিকতলায় একটি বাড়িতে ভাড়া থাকেন। টেলিফোনে যোগাযোগ থাকলেও মেয়ের বাড়ি যেতেন না গীতাদেবী। তিনি জানান, ২ তারিখ বিতস্তার সঙ্গে শেষ বার ফোনে কথা হয়েছিল তাঁর। বেশ কয়েক দিন মেয়ের সঙ্গে যোগাযোগ না থাকায় তিনি খোঁজ নিতে শুরু করেন। অভিযুক্ত ওই ব্যক্তির সঙ্গেও যোগাযোগ করেন।

মেয়ের ‘প্রেমিক’ তাঁকে জানান, বাইপাসের ধারে একটি অভিজাত আবাসনে ভাড়া থাকেন বিতস্তা। মঙ্গলবার বিকেলে গীতাদেবী বিতস্তার ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ দেখে কেয়ারটেকারের সঙ্গে যোগাযোগ করেন। আবাসন কর্তৃপক্ষ পুলিশে জানান। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, বিতস্তার বাঁ হাতের শিরা কাটা ছিল। তাতে সন্দেহ হয় পুলিশের। হাতের শিরা কাটলে কেন হঠাৎ গলায় ওড়নার ফাঁস দেবেন তিনি, প্রশ্ন ওঠে তা নিয়ে। তা হলে কি কেউ তাঁকে মেরে ঝুলিয়ে দিয়েছিল? এই প্রশ্নগুলির উত্তর খুঁজছেন লালবাজারের কর্তারা।

একটি অনুষ্ঠানে বিতস্তা সাহা। ছবি: ফেসবুক।

পুলিশ জানায়, ময়না-তদন্তের রিপোর্ট পেলেই বোঝা যাবে, আগে হাতের শিরা কাটা হয়েছিল না গলায় ওড়নার ফাঁসই বিতস্তার মৃত্যুর কারণ।

ওই অভিনেত্রীর এক আত্মীয় জানান, অভিযুক্ত ওই ব্যক্তির সঙ্গে মঙ্গলবার বারবার যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু যোগাযোগ করা যায়নি। পরিবার সূত্রে জানানো হয়, তাঁরা বিতস্তাকে বারবার জিজ্ঞাসা করতেন ওই ব্যক্তিকে তিনি বিয়ে করতে চান কি না। বিতস্তা সে কথা এড়িয়ে যেতেন। পরে তাঁরা জানতে পারেন, বর্ধমানের বাসিন্দা ওই ব্যক্তির স্ত্রী-সন্তান আছে। তাঁদের দাবি, নিজের বিয়ের কথা গোপন করেই ওই ব্যক্তি বিতস্তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।

আরও পড়ুন

আমেরিকা যেতে চাওয়াই কি কাল হল আকাঙ্ক্ষার

বাঁ হাতের শিরা কাটা, গলায় ফাঁস, উধাও প্রেমিক, রহস্য মৃত্যু অভিনেত্রীর

টলিউড অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় হতবাক ওই আবাসনের বাসিন্দারাও। বুধবার সেখানে গিয়ে দেখা যায়, এখনও থমথমে পরিবেশ। এক বাসিন্দা জানান, মাস তিনেক ধরে ওই ফ্ল্যাটে থাকতেন বিতস্তা। প্রতিবেশীদের সঙ্গে বিশেষ যোগাযোগ রাখতেন না। তবে তাঁর ফ্ল্যাটে বাইরের কেউ খুব বেশি যাতায়াত করত না বলেই জানাচ্ছেন প্রতিবেশীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Boyfriend Bitasta Saha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE