Advertisement
১৮ মে ২০২৪

তরুণীকে ধাওয়া, অভিযুক্ত ক্যাবচালক

ফের অভিযোগের কেন্দ্রে অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা। অভিযোগ, রাস্তায় এক তরুণীর গাড়িকে ধাক্কা মেরে ক্ষান্ত হননি ক্যাব চালক। এমনকী, গাড়িটিকে ধাওয়া করে পৌঁছে গিয়েছেন তাঁর বাড়িতে। দিয়ে এসেছেন হুমকিও। শনিবার ভোরে, পার্ক সার্কাসের ঘটনা।

ক্যাবচালকের বিরুদ্ধে অভিযোগ

ক্যাবচালকের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৬ ০১:২৫
Share: Save:

ফের অভিযোগের কেন্দ্রে অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা। অভিযোগ, রাস্তায় এক তরুণীর গাড়িকে ধাক্কা মেরে ক্ষান্ত হননি ক্যাব চালক। এমনকী, গাড়িটিকে ধাওয়া করে পৌঁছে গিয়েছেন তাঁর বাড়িতে। দিয়ে এসেছেন হুমকিও। শনিবার ভোরে, পার্ক সার্কাসের ঘটনা।

অ্যাপ-ক্যাবের ওই চালকের বিরুদ্ধে বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী, পেশায় ফ্যাশন ডিজাইনার রিনি শীল। যদিও তার ২৪ ঘণ্টা পরেও অভিযুক্ত চালককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কিছু দিন আগে সল্টলেকে এমনই এক অ্যাপ-ক্যাব চালকের বিরুদ্ধে এক মহিলা যাত্রীকে হেনস্থার অভিযোগ উঠেছিল। অভিযোগ, যাত্রীর বলে দেওয়া ঠিকানায় না গিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন চালক। এমনকী, ওই মহিলা-যাত্রীর হাত ধরে টানাটানির অভিযোগও ওঠে চালকের বিরুদ্ধে। পরে সেই চালককে গ্রেফতার করেছিল পুলিশ।

পুলিশ জানিয়েছে, এ বারের ঘটনাটি ঘটে শনিবার ভোর ৫টা নাগাদ, কড়েয়া থানার পার্ক সার্কাসে চার নম্বর ব্রিজ লোহাপুলের কাছে। ওই রাস্তা দিয়েই গাড়ি নিয়ে বীরেশ গুহ স্ট্রিটের বন্ধুর বাড়ি থেকে দরগা রোডের দিকে যাচ্ছিলেন ওই তরুণী। রবিবার ফোনে যোগাযোগ করা হলে রিনি বলেন, ‘‘হঠাৎই ওই ক্যাব-টি পিছন থেকে এসে আমার গাড়িকে ধাক্কা মারে। আমি দাঁড়িয়ে যাই। ততক্ষণে পিছন থেকে ওই গাড়ির চালক নেমে আমার কাছে এসে ক্ষতিপূরণ চান।’’

ওই তরুণীর দাবি, ক্ষতিপূরণ নিয়ে বচসা বাধলে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন ওই ক্যাব-চালক। রিনি বলেন, ‘‘আমি চালকের আসনে ছিলাম। জানলা অর্ধেক খোলা ছিল। ওই ক্যাব-চালক সেখান দিয়েই হাত ঢুকিয়ে আমার গাড়ির চাবি কেড়ে নিতে চেষ্টা করেন। বাধা দিলে আমার হাত ধরেও টানাটানি করেন।’’

পুলিশ জানায়, বাদানুবাদ চলাকালীনই গাড়ি স্টার্ট দিয়ে সিআইটি রোডের বাড়িতে ফিরে যান তরুণী। কিন্তু প্রায় সাত-আট মিনিট গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে দেখেন ওই ক্যাবটি তাঁর গাড়িকে ধাওয়া করে বাড়ি পর্যন্ত চলে এসেছে। রিনি বলেন, ‘‘বাড়িতে এসে সোজাসুজি আমাকে ও পরিবারের অন্যদের অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকেন ওই চালক। গাড়ি ভেঙে দেওয়ারও হুমকি দেন।
পরে লোকজন জড়ো হয়ে গেলে পালিয়ে যান।’’

সংশ্লিষ্ট গাড়িটির নম্বর দিয়ে ওই ক্যাব-চালকের বিরুদ্ধে শনিবার রাতেই বেনিয়াপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রিনি। তবে এর মাঝে সন্ধ্যাতেই ওই ক্যাব সংস্থার তরফে ফোন করে তাঁর কাছ থেকে ক্ষমা চাওয়া হয় বলেও এ দিন জানিয়েছেন তিনি। রিনির দাবি, ওই চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cab driver lynchining
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE