Advertisement
২৭ এপ্রিল ২০২৪

দমদমে এয়ার ইন্ডিয়ার বিমানে বাসের ধাক্কা

কলকাতা বিমানবন্দর থেকে ওড়ার অপেক্ষায় ছিল ছোট বিমানটি। এয়ার ইন্ডিয়ার আলফা টাটা রজার (এটিআর) বিমানটির কলকাতা থেকে অসমের শিলচরে যাওয়ার কথা ছিল। বিমানে সওয়ার ছিলেন ৪৪ জন যাত্রী।

দুর্ঘটনার পর ছোট্ট বিমানটি। সুদীপ্ত ভৌমিকের তোলা ছবি।

দুর্ঘটনার পর ছোট্ট বিমানটি। সুদীপ্ত ভৌমিকের তোলা ছবি।

সুনন্দ ঘোষ
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৫ ০৯:৩৭
Share: Save:

কলকাতা বিমানবন্দর থেকে ওড়ার অপেক্ষায় ছিল ছোট বিমানটি। এয়ার ইন্ডিয়ার আলফা টাটা রজার (এটিআর) বিমানটির কলকাতা থেকে অসমের শিলচরে যাওয়ার কথা ছিল। বিমানে সওয়ার ছিলেন ৪৪ জন যাত্রী। আচমকাই পিছন থেকে এসে বিমানটিকে ধাক্কা মারে জেট এয়ারওয়েজের একটি প্যাসেঞ্জার বাস। দুর্ঘটনায় কোনও যাত্রী জখম না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট বিমানটি। অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে বাসটিও।

বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, শিলচরে যাত্রী নামিয়ে ছোট বিমানটির কলকাতায় ফিরে আবার শিলংয়ে যাওয়ার কথা ছিল। হঠাত্ই পিছন থেকে এসে বিমানের ডান দিকের ডানার নীচ দিয়ে ঢুকে ইঞ্জিনে ধাক্কা মারে বাসটি। জেট এয়ারওয়েজের বাসটিতে তখন কোন যাত্রী ছিলেন না। দুর্ঘটনার পর বিমানটিকে বসিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন এয়ার ইন্ডিয়া এবং জেট এয়ারওয়েজ আধিকারিকরা। আছেন বিমানবন্দরের কর্মীরাও। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, বিমানবন্দরে বিমান এবং বাস চলাচলের জন্য আলাদা লেন আছে। সন্দেহ করা হচ্ছে বাসের চালক মোমিন আলি সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন অথবা দুর্ঘটনার সময় ঘুমিয়ে পড়েছিলেন। তার কারণেই সম্ভবত এই দুর্ঘটনা। চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই সংক্রান্ত আরও খবর...
• বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত বিমানের ছবি

• দিল্লিতে বিএসএফের চাটার্ড বিমান ভেঙে মৃত ১০ সওয়ারি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE