Advertisement
১৯ এপ্রিল ২০২৪

১০০ ডায়ালে ফোন পেয়ে তরুণীকে উদ্ধার করল পুলিশ

বার বার অভিযোগ ওঠে সাহায্য চেয়ে ১০০ ডায়ালে ফোন করলেও ও পাশ থেকে পুলিশের কোনও সাড়া-শব্দ মেলে না। অনেক সময় ফোন বেজে গেলেও ফোন ধরেন না কেউ। কিন্তু এ বার সম্পূর্ণ ভিন্ন নজির গড়ল কলকাতা পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জুন ২০১৬ ১৩:৫৪
Share: Save:

বার বার অভিযোগ ওঠে সাহায্য চেয়ে ১০০ ডায়ালে ফোন করলেও ও পাশ থেকে পুলিশের কোনও সাড়া-শব্দ মেলে না। অনেক সময় ফোন বেজে গেলেও ফোন ধরেন না কেউ। কিন্তু এ বার সম্পূর্ণ ভিন্ন নজির গড়ল কলকাতা পুলিশ।

১০০ ডায়ালে ফোন পেয়ে পুলিশ উদ্ধার করল এক তরুণীকে। সোমবার বিকেলে লেক গার্ডেন্সের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ওই তরুণীকে। পুলিশ সূত্রের খবর, সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাঁরা ১০০ ডায়ালে ফোন পান এক তরুণীর। ফোনের ও পাশ থেকে তিনি জানান, লেক গার্ডেন্সের একটি ফ্ল্যাটে তাঁকে জোর করে আটকে রাখা হয়েছে। কোনওক্রমে ঠিকানা বলেই ফোন কেটে দেন তিনি।

খবর পেয়েই ওই ফ্ল্যাটে ছুটে যায় লেক থানার পুলি‌শ। উদ্ধার করা হয় তরুণীকে। যদিও পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যায় ফ্ল্যাটের মালিক প্রদীপ আচার্য এবং তাঁর স্ত্রী। ওই তরুণী পুলিশকে আরও জানিয়েছেন, কয়েক মাস আগে এক মহিলার সঙ্গে কাজ খুঁজতে দিল্লিতে যান তিনি। তারপর সেখানে তাঁকে জোর করে দেহ ব্যবসায় নামানো হয়। সেখানেই কলকাতার বাসিন্দা প্রদীপ আচার্যের সঙ্গে তাঁর আলাপ হয়।

প্রদীপের সঙ্গে কলকাতায় চলে আসেন তিনি। এরপর প্রদীপ তাঁকে লেক গার্ডেন্সের একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে তোলে। তরুণীর অভিযোগ, সেখানেই প্রদীপ এবং তাঁর স্ত্রী তাঁকে ফের দেহ ব্যবসাতেই নামাতে চায়। সোমবার বিকেলে প্রদীপের কাছে বকেয়া টাকার দাবি করলে সে ওই তরুণীকে জোর করে আটক করে রাখতে যায়। তখনই ওই তরুণী ফোন করেন ১০০ ডায়ালে। পুলিশ জানিয়েছে, প্রদীপ ও তার স্ত্রীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন: ফের দুর্ঘটনা পরমা উড়ালপুলে, মৃত গাড়ির চালক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata Kolkata Police Girl Rescue
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE