Advertisement
১৯ এপ্রিল ২০২৪

তিন মিছিল আর সভায় আজ জট কলকাতায়

আজ, বুধবার বামপন্থী ১৯টি দলের পাশাপাশি কংগ্রেস, বিজেপিও পৃথক পৃথক দাবিতে পথে নামছে। বেলা ১টা নাগাদ তিনটি দলেরই মিছিল বেরিয়ে এগোবে ধর্মতলার দিকে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জুলাই ২০১৭ ০৩:৩২
Share: Save:

একই সময়ে একই পথে তিনটি মিছিল। আর ওই তিনটি মিছিলের জেরে মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় যানজটের আশঙ্কা যেমন থাকছে, তেমনই মিছিলের গতিপথ কী ভাবে প্রশাসন নিয়ন্ত্রণ করবে, তা নিয়েও প্রশ্ন উঠছে নানা মহলে।

আজ, বুধবার বামপন্থী ১৯টি দলের পাশাপাশি কংগ্রেস, বিজেপিও পৃথক পৃথক দাবিতে পথে নামছে। বেলা ১টা নাগাদ তিনটি দলেরই মিছিল বেরিয়ে এগোবে ধর্মতলার দিকে। ফলে মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হতে পারে। তবে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল(সদর) সুপ্রতিম সরকারের বক্তব্য, ‘‘রাস্তায় প্রয়োজনীয় পুলিশি ব্যবস্থা থাকবে।’’

হাওড়া ও শিয়ালদহের পাশাপাশি শহরের বিভিন্ন রাস্তা থেকে কংগ্রেস সমর্থকরা এসে সমাবেশ করবেন শহিদ মিনারে। রাজ্য সরকারের দুর্নীতি, অপশাসনের পাশাপাশি কেন্দ্রের সাম্প্রদায়িক গোলমালের বিরুদ্ধে ওই সমাবেশ। বিজেপির ওবিসি মোর্চা সরকারি চাকরিতে ২৭ শতাংশ ওবিসি সংরক্ষণের দাবিতে দলীয় দফতর থেকে মিছিল নিয়ে যাবে ধর্মতলায়। ওই মিছিল যখন এগোবে তখন ওই পথেই মহাজাতি সদন থেকে ১৯টি বামপন্থী দলের মিছিলেরও যাওয়ার কথা ধর্মতলার সুরেন্দ্রনাথ পার্ক পর্যন্ত। শান্তি ও সম্প্রীতি রক্ষার দাবিতে ওই মিছিল থেকে সাম্প্রদায়িক অশান্তির জন্য কেন্দ্রের পাশাপাশি রাজ্যের তৃণমূল সরকারকেও আক্রমণ করা হবে। একই সময়ে এই দুই দলের মিছিল কী ভাবে একই রাস্তা ধরে এগোবে, তা নিয়ে প্রশ্নের জবাবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘নিজেদের মধ্যে কথা বলে আগে-পিছে করে নিতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPM BJP Rally
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE