Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কেষ্টপুরে দিনেদুপুরে গুলি, গোষ্ঠী-কোন্দলের জেরে খুন তৃণমূল কর্মী

বেলা এগারোটা। সামনে সকালের ভীষণ ব্যস্ত ভিআইপি রোড। অফিস যাওয়ার তাড়ায় ছুটছেন মানুষ। হু হু করে ছুটছে গাড়িঘোড়া, বাস। তারই মধ্যে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে গুলি চালাচ্ছে দুষ্কৃতী। আর সেই গুলিতে মাটিতে লুটিয়ে পড়ছেন এক জন। এবং তার পরেও সকলের সামনে দিয়ে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতী। ‘নিধিরাম সর্দার’ পুলিশ এখনও পর্যন্ত দুষ্কৃতীর টিকির দেখা পায়নি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫৬
Share: Save:

সকাল ন’টা।সামনে সকালের ভীষণ ব্যস্ত ভিআইপি রোড। অফিস যাওয়ার তাড়ায় ছুটছেন মানুষ। হু হু করে ছুটছে গাড়িঘোড়া, বাস। তারই মধ্যে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে গুলি চালাচ্ছে দুষ্কৃতী। আর সেই গুলিতে মাটিতে লুটিয়ে পড়ছেন এক জন। এবং তার পরেও সকলের সামনে দিয়ে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতী। ‘নিধিরাম সর্দার’ পুলিশ এখনও পর্যন্ত দুষ্কৃতীর টিকির দেখা পায়নি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির এই হাল কলকাতার প্রাণকেন্দ্রের খুব কাছেই, কেষ্টপুর-জগৎপুর এলাকায়। পুলিশ জানাচ্ছে, গোষ্ঠী-কোন্দলের পরিণতিতে স্থানীয় ‘শান্তি ভবন’-এর সামনে সকালে সকলের সামনে গুলি করে খুন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের ওই কর্মীকে। নিহতের নাম- সঞ্জয় রায় (বুড়ো)। তাঁর প্রোমোটারির ব্যবসা ছিল। সঞ্জয়বাবু যখন তাঁর বানানো একটি বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, সেই সময়েই তাঁকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালিয়ে উধাও হয়ে যায় সেই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে কেষ্টপুর-জগৎপুর এলাকায় শান্তি ভবনের ঠিক সামনেই। সকাল ন’টা নাগাদ। দুষ্কৃতীরা সঞ্জয় রায় (বুড়ো) নামে ওই তৃণমূল কর্মীকে পাঁচটি গুলি করে।আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।পরে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর থমথমে এলাকায় পুলিশি টহলদারি শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tmc worker shot at kestopur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE