Advertisement
২৫ এপ্রিল ২০২৪
state news

বিশ্বের সেরা দশে এ দেশের একমাত্র শহর কলকাতা

দিল্লি, মুম্বই-ও প্রতিযোগিতায় ছিল। কিন্তু কলকাতা ছাড়া এ দেশের আর কোনও শহর সেরার তালিকায় আসতে পারেনি। দেখে নিন সেরা দশ শহরের তালিকায় কলকাতা ছাড়া আর কোন কোন শহর আছে। কেনই বা আছে!

কলকাতা:  কম্প্যাক্টর যন্ত্র বসিয়ে কলকাতা পুর-এলাকা থেকে খোলা ভ্যাট তুলে দেওয়া হয়েছে।<br> বাড়ি বাড়ি গিয়ে কাগজকুড়ানিরা ১০০ শতাংশ বর্জ্য সংগ্রহ করে পরে সেই বর্জ্যের প্রক্রিয়াকরণ করা হয়েছে।

কলকাতা: কম্প্যাক্টর যন্ত্র বসিয়ে কলকাতা পুর-এলাকা থেকে খোলা ভ্যাট তুলে দেওয়া হয়েছে।<br> বাড়ি বাড়ি গিয়ে কাগজকুড়ানিরা ১০০ শতাংশ বর্জ্য সংগ্রহ করে পরে সেই বর্জ্যের প্রক্রিয়াকরণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৬ ১৬:৩৪
Share: Save:

শুক্রবার মেক্সিকোয় বিশ্বের বিভিন্ন শহরের মেয়রদের নিয়ে ‘সি ৪০ মেয়র্স সামিট ২০১৬’ আয়োজিত হল। বিশ্বের কোন শহর কতটা নাগরিক সুরক্ষা দিতে পেরেছে এবং কতটাই বা পরিবেশ রক্ষা করতে পেরেছে তা নিয়েই ছিল এই সামিট। দেশের ৪০টি শহর নেমেছিল এই প্রতিযোগিতায়। তার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য ১০টি শহর নির্বাচিত হয়েছে ‘সি ৪০ মেয়র্স সামিট ২০১৬’-এর শীর্ষ বাছাই তালিকায়। কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় বিশ্বের সেরা শহরগুলির মধ্যে স্থান করে নিয়েছে কলকাতাও। প্যারিস, সিডনির সঙ্গে কাঁধে কাঁধ রেখে এই প্রতিযোগিতায় উত্তীর্ণের পুরস্কার নিয়েছে কলকাতা। দিল্লি, মুম্বই-ও প্রতিযোগিতায় ছিল। কিন্তু এ দেশের আর কোনও শহর সেরার তালিকায় আসতে পারেনি। দেখে নিন সেরা দশ শহরের তালিকায় কলকাতা ছাড়া আর কোন কোন শহর আছে। কেনই বা আছে!

আরও পড়ুন: বিশ্বের সেরা দশে কলকাতা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

city kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE