Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জোটের আশা সিদ্দিকুল্লাহের

রাজ্যে আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলের সঙ্গে তাঁদের ‘সম্মানজনক’ আসন রফা বা সমঝোতা— সবই হতে পারে বলে জানালেন জমিয়তে উলেমায়ে হিন্দের রাজ্য সাধারণ সম্পাদক সিদ্দিকুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে বনগাঁ শহরে আয়োজিত দলের বনগাঁ ব্লকের কর্মিসভায় যোগ দিয়েছিলেন তিনি।

সিদ্দিকুল্লাহ চৌধুরী।

সিদ্দিকুল্লাহ চৌধুরী।

বনগাঁ শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৬ ০২:২৮
Share: Save:

রাজ্যে আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলের সঙ্গে তাঁদের ‘সম্মানজনক’ আসন রফা বা সমঝোতা— সবই হতে পারে বলে জানালেন জমিয়তে উলেমায়ে হিন্দের রাজ্য সাধারণ সম্পাদক সিদ্দিকুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে বনগাঁ শহরে আয়োজিত দলের বনগাঁ ব্লকের কর্মিসভায় যোগ দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর বিবেচনার উপরে তাঁরা আস্থা রাখছেন বলেও জানিয়েছেন। মুখ্যমন্ত্রী তাঁকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বলে মন্তব্য করে সিদ্দিকুল্লাহ বলেন, ‘‘তৃণমূলের সঙ্গে আমাদের বোঝাপড়া তৈরি হবে।’’ সিদ্দিকুল্লাহের মতে, সংখ্যালঘুদের উন্নয়নে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর ভূমিকায় তাঁরা ভরসা রাখলেও তাঁর দাবি, ‘‘আরও ভাল কাজ করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE