Advertisement
২৬ এপ্রিল ২০২৪

চন্দনাই ফাঁসাল, দাবি জুহির মায়ের

তিনি কোনও ভুল করেননি৷ তদন্তে একদিন না একদিন সত্যটা বেরিয়েই আসবে৷ সোমবার জলপাইগুড়ি আদালত চত্বর থেকে এমনই দাবি করলেন শিশু পাচারকাণ্ডে ধৃত জুহি চৌধুরী৷

হেফাজতে: আদালত চত্বরে জুহি চৌধুরী। নিজস্ব চিত্র।

হেফাজতে: আদালত চত্বরে জুহি চৌধুরী। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ০২:২৫
Share: Save:

তিনি কোনও ভুল করেননি৷ তদন্তে একদিন না একদিন সত্যটা বেরিয়েই আসবে৷ সোমবার জলপাইগুড়ি আদালত চত্বর থেকে এমনই দাবি করলেন শিশু পাচারকাণ্ডে ধৃত জুহি চৌধুরী৷ জুহির মা মিঠু চৌধুরীর অভিযোগ, চন্দনা চক্রবর্তীই তাঁকে ফাঁসিয়েছে৷ জুহির আইনজীবী এ দিন আদালতে অভিযোগ করেন, পাচারকাণ্ডে আসল অপরাধীদের আড়াল করতেই জুহিকে গ্রেফতার করেছে সিআইডি৷ তাই সিআইডির তদন্তে তাদের কোনও ভরসা নেই৷

এদিন জুহির জামিনের আবেদন খারিজ করে দিয়ে তাকে চার দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত৷

শিশু পাচারকাণ্ডে ধৃত জুহিকে এ দিন বারোটা নাগাদ জলপাইগুড়ি আদালতে নিয়ে আসা হয়৷ তার অনেক আগেই অবশ্য আদালত চত্বরে পৌঁছে যান জুহির মা মিঠুদেবী৷ কোর্ট লক আপের বাইরে থেকে জুহির সঙ্গে বেশ কিছু ক্ষণ কথাও বলেন তিনি৷ তারপর সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘‘চন্দনাই ওর কাছে সাহায্য চাইতে এসেছিল৷ ও শুধু চন্দনাকে পথটা বলে দিয়েছিল৷ আর সেই চন্দনাই আমার মেয়েকে ফাঁসিয়ে দিল৷’’

এ দিন আদালতে জুহির আইনজীবী অখিল বিশ্বাস দাবি করেন, চন্দনা যে শিশু বিক্রি করত কারা (CARA)–র থেকে সেই তথ্য পাওয়ার প্রায় এক মাস পর এফআইআর দায়ের করে সিআইডি৷ তার অভিযোগ, এই ঘটনায় আসল অপরাধীদের আড়াল করতেই এমনটা করেছে সিআইডি৷ এই অবস্থায় নিরপেক্ষ সংস্থাকে দিয়ে ঘটনার তদন্ত ও তদন্তে আদালতের মনিটারিঙের আর্জিও জানান তিনি৷ পাশাপাশি চন্দনার সঙ্গে জুহির কত দিন ধরে যোগাযোগ, তা জানতে সাইবার তদন্তেরও আর্জি জানান তিনি৷

সরকার পক্ষের আইনজীবী অভিজিৎ সরকার জামিনের আবেদনের বিরোধিতা করে বলেন, এই মুহুর্তে তদন্ত একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে৷ তাই জুহি জামিন পেলে তদন্তে প্রভাব পড়তে পারে৷ দুই পক্ষের বক্তব্য শোনার পর ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট হিমানীল ভট্টাচার্য জামিনের আর্জি খারিজ করে জুহিকে চার দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE