Advertisement
Back to
Presents
Associate Partners
Chandrababu Naidu

মুসলিম সংরক্ষণের বার্তা মোদীদের জোটসঙ্গী চন্দ্রবাবুর

চন্দ্রবাবু জানিয়েছেন, শুরু থেকেই মুসলিম সংরক্ষণে সমর্থন করে এসেছেন। সেই অবস্থানই বজায় থাকবে। এর পাশাপাশি রাজ্যে ক্ষমতায় এলে মুসলিমদের হজে যাওয়ার জন্য রাজ্যের তরফে এক লক্ষ টাকা সহায়তা করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন চন্দ্রবাবু।

চন্দ্রবাবু নায়ডু। — ফাইল চিত্র।

চন্দ্রবাবু নায়ডু। — ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ মে ২০২৪ ০৮:৪৭
Share: Save:

মেরুকরণের লক্ষ্যে নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন কংগ্রেস ক্ষমতায় এলে মঙ্গলসূত্র কেড়ে নেবে। মুসলিম সংরক্ষণের বিরোধিতা জানিয়ে সরব হয়েছেন বিজেপির বাকি নেতারাও। অন্ধ্রপ্রদেশে সেই বিজেপির জোটসঙ্গী তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান এন চন্দ্রবাবু নায়ডু ঘোষণা করলেন রাজ্যে ক্ষমতায় এলে চার শতাংশ মুসলিম সংরক্ষণ করবেন তিনি। হজের জন্যও আর্থিক সহায়তার ঘোষণা করলেন তিনি।

চন্দ্রবাবু জানিয়েছেন, শুরু থেকেই মুসলিম সংরক্ষণে সমর্থন করে এসেছেন। সেই অবস্থানই বজায় থাকবে। এর পাশাপাশি রাজ্যে ক্ষমতায় এলে মুসলিমদের হজে যাওয়ার জন্য রাজ্যের তরফে এক লক্ষ টাকা সহায়তা করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন চন্দ্রবাবু।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

এক দিন আগেই প্রতিবেশী রাজ্য তেলঙ্গানার জ়াহিরাবাদের প্রচার সভায় মোদী অবশ্য স্পষ্ট জানিয়েছেন, দলিত, জনজাতি ও অন্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের সংরক্ষণ কখনওই মুসলিমদের দেওয়া হবে না।

তার পরেই চন্দ্রবাবুর ওই ঘোষণা পরষ্পর বিরোধী বলে মনে করছে রাজনৈতিক মহল। লোকসভার সঙ্গেই অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনও হবে। সেখানে এনডিএ-তে টিডিপি বিজেপি-র জোটসঙ্গী। ফলে প্রশ্ন উঠছে, অন্ধ্রে ক্ষমতায় এলে নীতি নির্ধারণ করবে কারা? কাদের অবস্থান শেষ পর্যন্ত বলবৎ হবে? এক দিকে মোদীর ঘোষণায় মেরুকরণের রাজনীতি দেখছে রাজনৈতিক মহল। অন্য দিকে চন্দ্রবাবু মুসলিমদের পাশে পাওয়ার জন্য বার্তা দিচ্ছেন। প্রসঙ্গত এনডিএ-র ইস্তাহারে কোথাও মুসলিমদের চার শতাংশ সংরক্ষণের উল্লেখ নেই। চন্দ্রবাবু দাবি করেছেন, রাজ্যে ওয়াইএসআর কংগ্রেসের বিরুদ্ধে হাওয়া প্রবল। সেই সুযোগটাই কাজে লাগাতে চান তাঁরা।

উল্লেখ আগামী ১৩ মে অন্ধ্রের ২৫টি লোকসভা এবং ১৬০টি বিধানসভা আসনে একসঙ্গে ভোট। ভোটের গণনা ৪ জুন।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE