Advertisement
Back to
Presents
Associate Partners
BJP-TMC

ভোটের মুখে উত্তপ্ত কেতুগ্রাম, বিজেপির মণ্ডল সভাপতির বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শনিবার বিকেলে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী পিয়া সাহা কেতুগ্রাম ১ নম্বর ব্লকের পালিটা অঞ্চলের বাসরা গ্রামে প্রচারে যান।

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কেতুগ্রাম শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ২৩:৩৫
Share: Save:

ভোটের আগে ফের উত্তপ্ত হল পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। কেতুগ্রামের পালিটায় বিজেপির মণ্ডল সভাপতির বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকি মণ্ডল সভাপতিকে পুরিয়ে মারার হুমকি দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

শনিবার বিকেলে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী পিয়া সাহা কেতুগ্রাম ১ নম্বর ব্লকের পালিটা অঞ্চলের বাসরা গ্রামে প্রচারে যান। তিনি প্রচার সেরে কিছুটা এগোতেই কেতুগ্রাম ৪ নম্বর মণ্ডল সভাপতি বিকাশ মাঝির বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর এবং লুটপাট চালায় বলে অভিযোগ। বিকাশ মাঝির বাড়িতে ভাঙচুর এবং সোনার গয়না-সহ একটি স্মার্টফোন চুরি করার অভিযোগ উঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এ ছাড়াও দুষ্কৃতীরা বিকাশকে প্রাণে মারা ও বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

শনিবার রাত ১১টা নাগাদ কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিকাশ। সঙ্গে ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পিয়া সাহা। ভোটের আগে বিরোধীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে এবং মানুষের গণতন্ত্রকে কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে শাসক দল, এমনই অভিযোগ করে বিজেপি। পাল্টা রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘‘একেবারে মিথ্যা অভিযোগ করেছে বিজেপি। ভোটের আগে বাজার গরম করতে চাইছে। তবে স্থানীয় বাসিন্দারা এই ফাঁদে পা দেবেন না।’’ জেলা পুলিশ সুপার আমন দীপ জানান, অভিযোগ হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

অন্য বিষয়গুলি:

ketugram Lok Sabha Election 2024
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE