Advertisement
Back to
Presents
Associate Partners
Abhijit Gangopadhyay

আনন্দবাজার অনলাইনের প্রচার মিটারে: অভিজিৎ গঙ্গোপাধ্যায়

মাঝপথে দিল্লিবাড়ির লড়াই। সেই যুদ্ধের মূল যোদ্ধাদের প্রচার মাপতে আনন্দবাজার অনলাইনে বিশেষ বিভাগ ‘প্রচার মিটারে’। এ বার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

ঐন্দ্রিলা বসু সিংহ
কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০২৪ ১৯:২১
Share: Save:

বিচারপতি থেকে হয়েছেন বিজেপি প্রার্থী। পদের সঙ্গে ভার লাঘব হয়েছে পোশাকেরও। আগে দিবারাতের সঙ্গী ছিল কালো কোট। এখন তিনি দুধসাদা ফিনফিনে সুতির পায়জামা-পাঞ্জাবি পরেন। যদিও প্রচারে বেরোলে সাদা রং মুহূর্তে চাপা পড়ে কাঁধে-ঘাড়ে-গলায় উপর্যুপরি জমা হতে থাকা গেরুয়া উড়নিতে। মুখে বিজেপির ‘রামধ্বনি’ ঘন ঘন শোনা না যাক, প্রাক্তন বিচারপতি মন্দিরে যান কপালে লেপে দেওয়া গেরুয়া সিঁদুর, মাথায় কমলা গাঁদাফুলের পাপড়ি নিয়ে।

তাঁর প্রচারে নীতি-নব খেলা। কখনও আনত হয়ে পুজো দেন। কখনও শার্টের বোতাম খুলে, কলার তুলে, হাতা গুটিয়ে মুখোমুখি হন সংবাদমাধ্যমের। মুখে বেপরোয়া ভাব এনে বলেন, ‘‘এফআইআর হলে দেখে নেব!’’ তবে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমকক্ষ নেতা ছাড়া বড় একটা আক্রমণ শানান না। সম্প্রতি অবশ্য সে কাজ করতে গিয়েই একটু ফ্যাসাদে পড়েছেন। প্রচারে বাংলার মু্খ্যমন্ত্রীর ‘দাম’ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন বিচারপতি। আপাতত নির্বাচন কমিশন তাঁর মান নিয়ে টানাটানি করছে বলে অভিযোগ তাঁর। গিয়েছেন নিজের ‘পূর্বাশ্রম’ আদালতে।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

এককালে তাঁকে দেখলে ভগবান জ্ঞানে হাতজোড় করতেন চাকরিপ্রার্থীরা। এখন তাঁর প্রচার মঞ্চের অদূরে হাত ওঠে প্রতিবাদের। ২৬ হাজার চাকরি বাতিলের ঘটনায় শুভেন্দুর সঙ্গে তাঁর আঁতাঁতকেই দায়ী করেছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ। তবে তাঁর ‘লাগামহীন’ মুখের ভক্তও নেহাত কম নয়। এজলাস হোক বা রাজনৈতিক প্রচারের মঞ্চ— প্রাক্তন বিচারপতির দর্শকাসন সব সময়েই উপচে পড়ে।

গ্রাফিক— শৌভিক দেবনাথ

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE