Advertisement
Back to
Presents
Associate Partners
Humayun Kabir

বিতর্কিত মন্তব্যের জের! ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শো-কজ় করল নির্বাচন কমিশন

কমিশন সূত্রে খবর, গত ২ মে বিজেপি নেতা শিশির বাজোরিয়া কমিশনের কাছে হুমায়ুনের অভিযোগ জানিয়েছিলেন কমিশনের কাছে।

হুমায়ুন কবীর।

হুমায়ুন কবীর। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা ও বহরমপুর শেষ আপডেট: ১০ মে ২০২৪ ২০:৪৫
Share: Save:

বিতর্কিত মন্তব্যের জেরে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শো-কজ় করল নির্বাচন কমিশন।

কমিশন সূত্রে খবর, গত ২ মে বিজেপি নেতা শিশির বাজোরিয়া কমিশনের কাছে হুমায়ুনের অভিযোগ জানিয়েছিলেন কমিশনের কাছে। তৃণমূল বিধায়কের মন্তব্যে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে মনে করেই তাঁকে শো-কজ়ের চিঠি ধরিয়ে জবাব তলব করা হয়েছে।

হুমায়ুনের বিরুদ্ধে মুর্শিদাবাদের শক্তিনগর থানাতেও অভিযোগ জানিয়েছিল বিজেপি। বিজেপির তরফে থানায় অভিযোগ দায়ের করেছেন শক্তিপুরে বিজেপির মণ্ডল সভাপতি গোকুলবিহারী ঘোষ। অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, গত ১ মে সন্ধ্যা ৬টা নাগাদ শক্তিপুর সবজি মার্কেটে এক সভায় হুমায়ুন কিছু বিতর্কিত মন্তব্য করেছেন। বিজেপির দাবি, অবিলম্বে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হোক।

যদিও হুমায়ুন সেই সময় দাবি করেছিলেন যে, সম্প্রতি জেলায় এসে বিজেপি নেতা আদিত্যনাথ কিছু মন্তব্য করেছিলেন। সেই সূত্রেই তাঁর এমন মন্তব্য। তিনি বলেছিলেন, ‘‘আমার দলকে আক্রমণ করলে, কর্মীদের সুরক্ষিত করার অধিকার আমার আছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Humayun kabir
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE