Advertisement
Back to
Presents
Associate Partners
Lok Sabha Election 2024

রাজা রামমোহন রায়ের সঙ্গে গুলিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রী! মোদীকে কটাক্ষ মহুয়ার, পাল্টা জবাব রাজবধূর

মঙ্গলবার কৃষ্ণনগরের পদ্মপ্রার্থী অমৃতাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। দু’জনের কথোপকথনের একটি অংশ নিজের এক্স হ্যান্ডেল ও ফেসবুক পেজে পোস্ট করেছেন মহুয়া।

modi and mahua moitra

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মহুয়া মৈত্র। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৪ ২৩:৪৭
Share: Save:

রাজা কৃষ্ণচন্দ্র রায়কে ‘সমাজ সংস্কারক’ বলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। তাঁর মন্তব্য, রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্রেকে গুলিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রী। মহুয়ার কটাক্ষ, ‘‘ব্যাড হোমওয়ার্ক।’’ পাল্টা মহুয়াকে ইতিহাস পড়ার পরামর্শ দিয়েছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী তথা রাজবাড়ির কূলবধূ অমৃতা রায়।

মঙ্গলবার কৃষ্ণনগরের পদ্মপ্রার্থী অমৃতাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। দু’জনের কথোপকথনের একটি অংশ নিজের এক্স হ্যান্ডেল ও ফেসবুক পেজে পোস্ট করেছেন মহুয়া। যেখানে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, ‘‘যখন আমরা ছোট ছিলাম, তখন রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সমাজ সংস্কার ও বাংলার উন্নয়নের কথা শুনতাম । তাঁর কথা আমাদের পড়ানো হত।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

তার প্রেক্ষিতে মহুয়া লিখেছেন, ‘‘দুঃখজনক ভাবে রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন মোদি। কৃষ্ণনগরের প্রার্থীর উচিত প্রধানমন্ত্রীকে বিষয়টি বুঝিয়ে বলা। বাংলা ও বাঙালি সম্পর্কে কোনও ধারণাই নেই বিজেপির।’’

পাল্টা অমৃতা বলেন, ‘‘সমাজ সংস্কার বলতে কী বোঝায়? কৃষ্ণনগর পরিবারের পক্ষ থেকে কত স্কুল-কলেজের জন্য জমি দান করা হয়েছে, উনি হয়তো জানেন না। কৃষ্ণনগর রাজ পরিবারের ইতিহাসটা তৃণমূল প্রার্থীকে পড়তে বলব।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE