Advertisement
Back to
Presents
Associate Partners
Lok Sabha Election 2024

ত্রিপুরা থেকে ‘ইন্ডিয়া’কে নিশানা প্রধানমন্ত্রীর

প্রচণ্ড গরমের মধ্যে এদিন সমাবেশ ছিল। মোদীর বক্তব্য চলাকালীন বেশ কিছু লোকজনকে সভা ছেড়ে চলে যেতে দেখা যায়। এই নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী বাম এবং কংগ্রেস।

PM Narendra Modi.

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৪ ০৭:৫২
Share: Save:

একে রামনবমীর দিন। তার উপরে, পাঁচশো বছর পরে ‘নিজের ঘরে’ জন্মদিন পালন শ্রীরামের! যে রাম ও রামমন্দিরকে ব্রহ্মাস্ত্র করেই ভোটযুদ্ধে ইন্ডিয়া মঞ্চকে টক্কর দিচ্ছে বিজেপি। অসমের বরপেটা কেন্দ্রে ভোটপ্রচারে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেলিকপ্টারে বসে ট্যাবেই সেই সূর্য তিলকের মূহূর্ত দেখলেন। এর পরে নলবাড়ির ভাষণ-মঞ্চ থেকে রামের জন্মদিন পালনের উৎসবে লক্ষাধিকের জনসমাগমকে শামিল করে নিলেন তিনি। তাঁর নির্দেশে জনতা মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে রামকে স্মরণ করল। তিনি তাঁদের পাঠ করালেন রামনাম এবং কথায় কথা বুনে, সেই রামকাহিনির কাঁধে ভর করেই একেবারে ২০৪৭ সাল পর্যন্ত বিজেপি জমানার স্লোগানও তুলে দিলেন মোদী। আগে মুসলিমপ্রধান এই বরপেটা কেন্দ্র সীমানা পুনর্বিন্যাসের পরে এখন হিন্দুপ্রধান।

মোদীর বক্তব্য, ‘‘আমরা বিকাশ ও ঐতিহ্যের (বিরাসত) পথে হেঁটেই বরপেটাকে বৈকুণ্ঠধামে পরিণত করেছি। এ বার বিজেপিকে জিতিয়ে ভারতকে বিকশিত করার দায়িত্ব আপনাদের।’’ তাঁর কথায়, “২০১৪ সালে আমি আশা নিয়ে এসেছিলেন, ২০১৯-এ নিয়ে আসি বিশ্বাস। আর ২০২৪-এ আমি গ্যারান্টি নিয়ে হাজির। মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পূর্ণ করার গ্যারান্টি।”

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

পাশাপাশি ত্রিপুরায় এসে সিপিএম-কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। আজ পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিপ্লবকুমার দেবের সমর্থনে জনসভায় তিনি বলেন, ‘‘কংগ্রেস-সিপিএম ত্রিপুরায় বোঝাপড়া করলেও, কেরলে জাতশত্রু হিসেবেই পরিচিত।’’

প্রচণ্ড গরমের মধ্যে এদিন সমাবেশ ছিল। মোদীর বক্তব্য চলাকালীন বেশ কিছু লোকজনকে সভা ছেড়ে চলে যেতে দেখা যায়। এই নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী বাম এবং কংগ্রেস।

সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, ‘‘দেশের সংবিধানকে বিজেপির হাত থেকে রক্ষা করতে ইন্ডিয়া জোট করা হয়েছে। এ নিয়ে বিজেপির কথা বলার নৈতিক অধিকার নেই। মোদীর সভায় জোর জবরদস্তি করে লোক আনা হয়েছিল।’’

কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য সুদীপ রায়বর্মণেরও বক্তব্য, ‘‘মানুষকে ভয় দেখিয়ে এবং জোর করে মোদীর সভায় আনা হয়েছিল।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2024 PM Narendra Modi BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE