দ্বিতীয়বার বাবা হয়েছেন অভিনেতা ফারদিন খান। স্ত্রী নাতাশা বৃহস্পতিবারই এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ফারদিন জানিয়েছেন, ছেলের নাম রেখেছেন আজারিয়াস ফারদিন খান। এ বার টুইটারে ছেলের প্রথম ছবি শেয়ার করলেন ফ্যানেদের সঙ্গে।
❤️ &
Thank you for the congratulatory messages and wishes. Our best to all of you as well. ❤️Diani, Natasha & FK. pic.twitter.com/Xm5O2jHSZ7
— Fardeen Feroz Khan (@FardeenFKhan) August 13, 2017
আরও পড়ুন, ‘ভূমি’তে উষ্ণতা ছড়াচ্ছেন সানি
আরও পড়ুন, বিতর্কিত টিভি সিরিয়াল ‘পহেরেদর পিয়া কি’র সম্প্রচার বন্ধ হতে পারে
প্রবীণ অভিনেতা ফিরোজ খানের ছেলে ফারদিন দীর্ঘদিন ধরেই বলিউডের বহু ছবিতে কাজ করেছেন। তাঁর অভিনয় নজর কেড়েছে ‘ওম জয় জগদীশ’ ‘নো এন্ট্রি’ ‘হে বেবি’র মতো ছবিতে। ২০০৫এ মুমতাজের মেয়ে নাতাশাকে বিয়ে করেন ফারদিন। অভিনেতা জানিয়েছেন ১১ অগস্ট ছেলের জন্মের পর থেকে বাড়িতে খুশির হাওয়া। মা ও ছেলে দু’জনেই সুস্থ রয়েছেন। ২০১৩য় তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়। মেয়ের নাম দিয়ানি ইসাবেলা খান।
My pride. My love. My happiness. pic.twitter.com/FM6HRzJQTL
— Fardeen Feroz Khan (@FardeenFKhan) June 19, 2016