মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়িতে জমে উঠেছে দুর্গাপুজো। বাড়িতে ঠাকুর আনা থেকেই ভীষণ ব্যস্ততা কাজল, রানি, তানিশাদের। তার উপর তারকাদের পুজোর সাজেও নজর রয়েছে সকলের।
আরও পড়ুন, ফেস্টিভ সিজনে নথ পরে সাজলেন সুস্মিতা
আরও পড়ুন, ভিডিও বার্তায় পুজোর শুভেচ্ছা জানালেন মিমি
কয়েক দিন আগেই ঠাকুর আসার সময়কার ছবি পোস্ট করেছিলেন কাজল। শুধু সেই ছবিই নয়, দেবীমূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা এবং পুজোর তদারকির ছবিও সোশ্যাল সাইটে শেয়ার করেছিলেন নায়িকা। আর এ বার ফ্যানেদের সঙ্গে শেয়ার করলেন পুজোর সাজের ছবি।
All dressed and ready for the pandal. pic.twitter.com/bB5Teiy2Ou
— Kajol (@itsKajolD) September 28, 2017
পুজোর ক’টা দিন শাড়ি পরতেই পছন্দ করেন কাজল। মহাষ্টমীর রাতেও শাড়িই ছিল পরনে। হলুদ শাড়ি তার সঙ্গে সোনার গয়নায় সেজেছিলেন নায়িকা। নিজেই সেই সাজের একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘সবাই মণ্ডপে যাওয়ার জন্য প্রস্তুত।
’ 🙏
🙏
কেমন দেখাচ্ছে কাজলকে?