Advertisement
E-Paper

‘কান’-এর রেড কার্পেটে রূপকথা তৈরি করলেন ঐশ্বর্যা

৭০তম কান চলচ্চিত্র উত্সবের রেড কার্পেটে ঐশ্বর্যাকে দেখে গত শুক্রবার অনেকেরই মনে হয়েছিল যেন রূপকথার দেশ। দুবাইয়ের ডিজাইনার মিশেল চিনকোর ডিজাইন করা পাউডার ব্লু বল গাউনে যেন গ্ল্যামারের নতুন সংজ্ঞা তৈরি করলেন রাই সুন্দরী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মে ২০১৭ ১৮:১৬
‘কান’-এর রেড কার্পেটে ঐশ্বর্যা। ছবি: এএফপি।

‘কান’-এর রেড কার্পেটে ঐশ্বর্যা। ছবি: এএফপি।

৭০তম কান চলচ্চিত্র উত্সবের রেড কার্পেটে ঐশ্বর্যাকে দেখে গত শুক্রবার অনেকেরই মনে হয়েছিল যেন রূপকথার দেশ। দুবাইয়ের ডিজাইনার মিশেল চিনকোর ডিজাইন করা পাউডার ব্লু বল গাউনে যেন গ্ল্যামারের নতুন সংজ্ঞা তৈরি করলেন রাই সুন্দরী।

আরও পড়ুন, ৫০-এ পা দিলেন মাধুরী, তাঁর বয়স ধরে রাখার রহস্য জানেন?

ঐশ্বর্যাকে দেখে ডিজাইনার মনীশ মালহোত্র সাংবাদিকদের বলেন, ‘‘ওকে একেবারে আলাদা রকম দেখতে লাগছে। ফ্যাশন দুনিয়ায় অন্যরকম ফ্রেশ।’’ ডিজাইনার রীতু বেরির মতে, ‘‘ঐশ্বর্যার লুকটা ড্রামাটিক। একমাত্র ওই এটা ক্যারি করতে পারে।’’ ডিজাইনার নিখিল মেহেরা শেয়ার করেছেন, ‘‘ঐশ্বর্যাকে আসাধারণ দেখতে লাগছে। ওর পোশাকের রঙটা গরমের জন্য খুব ভাল। মেকআপ, হেয়ার সবটাই পারফেক্ট।’’

২০০২-এ সঞ্জয় লীলা ভংসালীর ‘দেবদাস’ ছবির স্ক্রিনিংয়ে প্রথম ‘কান’-এ গিয়েছিলেন ঐশ্বর্যা। এরপর থেকে ধারাবাহিক ভাবে ফ্যাশনিস্তা ‘কান’-এর মঞ্চে নিজেকে তুলে ধরেছেন তিনি। এ বারও তার ব্যতিক্রম হয়নি।

ঐশ্বর্যার পোশাকের বিভিন্ন প্রান্ত ধরতে হয়েছে অন্যদের। ছবি: এএফপি।

Aishwarya Rai Bachchan Cannes Film Festival 2017 Celebrities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy