দৈনন্দিনের রুটিনটা একদিনের জন্য একটু বদলে ফেললেন বলিউডের খিলাড়ি। স্ত্রী টুইঙ্কেলের সঙ্গে রোল এক্সচেঞ্জ করে নিলেন অক্ষয় কুমার। একদিনের জন্য বাড়িতে মেয়ে নিতারাকে সামলালেন নায়ক। ঠিক যেন তিনি ‘বেবিসিটার’। আর অক্ষয়ের দায়িত্বে মেয়েকে রেখে বাইরের কাজ সেরে নিলেন টুইঙ্কল।
ছেলে-মেয়ে হওয়ার পর অভিনয়ের কেরিয়ার থেকে ছুটি নিয়েছেন টুইঙ্কল। বই লিখছেন। ইন্টিরিয়ার ডিজাইনিং নিয়েও ব্যস্ত তিনি। পাশাপাশি সামলেছেন সন্তানদের। পালন করেছেন তাঁর প্রতিদিনের দায়িত্ব। সেই কাজের ভার একদিনের জন্য অক্ষয়ের ওপর চাপিয়ে শুটিংয়ে গিয়েছিলেন তিনি। সে কথা নিজেই জানিয়েছেন টুইটারে।
‘বেবিসিটার’-এর দায়িত্ব খুশিমনেই সামলেছেন বাবা। দিনভর মেয়ের সঙ্গে খেলায় মেতেছিলেন। নিতারাও বাবাকে কাছে পেয়ে দারুণ খুশি। সে ছবিও শেয়ার করেছেন টুইঙ্কল।