মিসিং, মিসিং। বেশ কয়েকদিন শাহরুখ খানের সঙ্গে ছিলেন তিনি। অর্থাত্, একসঙ্গে দীর্ঘ সময় ধরে শুটিং করেছেন। তাই হঠাত্ করেই যেন চারপাশটা বেশ ফাঁকা। কিঙ্গ খানকে মিস করছেন। তিনি আলিয়া ভট্ট। ‘ডিয়ার জিন্দেগি’ মুক্তির পর বলেই ফেললেন মনের কথা। তাঁর নায়ককে মিস করছেন আলিয়া।
গত শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি। সে দিনই এক প্রোমোশনাল ইভেন্টে আলিয়া বলেন, ‘‘শাহরুখের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতাটা ম্যাজিকের মতো। আমি ওঁর থেকে ব্যক্তিগত ভাবে অনেক কিছু শিখেছি। কিন্তু সেটা আমি কারও সঙ্গে শেয়ার করব না। শুটিং, তারপর প্রোমোশনের জন্য অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছি। আমি সত্যিই ওঁকে খুব মিস করছি।’’
‘ডিয়ার জিন্দেগি’ শুটিংয়েও খুব ভাল মুহূর্ত কাটিয়েছেন আলিয়া। কখনও বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করে কাজ শেষ করেছেন। কখনও বা সিঙ্গাপুরে মেক্সিকান রেস্টুরেন্টে খেতে গিয়ে শুনেছেন বলিউডি গান। সব মিলিয়ে ফেলে আসা দিনের জন্য মনকেমন করছে আলিয়ার।