Advertisement
০৬ মে ২০২৪

গুজবে কান দেবেন না, ভাল আছেন অমিতাভ

বলিউডের প্রবীন অভিনেতা অমিতাভ বচ্চনের মৃত্যুর ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠল!! এই গুজবে সাংঘাতিক চাঞ্চল্য ছড়িয়েছে বলিউড-সহ গোটা চলচ্চিত্র দুনিয়ায়। বলিউডের একটি সূত্রের খবর, হঠাতই একটি হোয়াট্‌সঅ্যাপ মেসেজে জানানো হয়, “মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি ২০১৬) সকাল ১১টা নাগাদ আমাদের প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন প্রয়াত। আমরা তাঁকে অবশ্যই মিস করব, কিন্তু কখনই ভুলতে পারব না।”

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৩৩
Share: Save:

বলিউডের প্রবীন অভিনেতা অমিতাভ বচ্চনের মৃত্যুর ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠল!! এই গুজবে সাংঘাতিক চাঞ্চল্য ছড়িয়েছে বলিউড-সহ গোটা চলচ্চিত্র দুনিয়ায়। বলিউডের একটি সূত্রের খবর, হঠাতই একটি হোয়াট্‌সঅ্যাপ মেসেজে জানানো হয়, “মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি ২০১৬) সকাল ১১টা নাগাদ আমাদের প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন প্রয়াত। আমরা তাঁকে অবশ্যই মিস করব, কিন্তু কখনই ভুলতে পারব না। অনুগ্রহ করে এই পেজে লাইক ও কমেন্ট করে আপনাদের সমবেদনা জানান।”
এই পোস্টে বিগ বি-র একটি পুরনো ছবি ব্যবহার করা হয়েছে। খুব স্বাভাবিক ভাবেই এই খবর সামনে আসতেই সারা দেশের বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়ায়। তবে খবরটি সম্পূর্ণ মিথ্যে। বর্ষীয়ান এই অভিনেতা সুস্থই রয়েছেন।
তবে সেলেবদের মৃত্যুর এহেন ভুয়ো খবর এই প্রথম নয়। এর আগে লতা মঙ্গেসকর, দিলীপ কুমার, রাজপাল যাদব— এমন আরও অনেকেরই মৃত্যুর ভুয়ো খবর রটেছে সোশ্যাল মিডিয়ায়। দুর্ভাগ্যবশত এ বার তার শিকার হলেন ভারতীয় সিনেমার লিভিং লেজেন্ড অমিতাভ বচ্চনও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amitabh Bachchan Hoax WhatsApp message
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE