Advertisement
E-Paper

হ্যাপি বার্থডে অমিতাভ, দেখুন বিগ বি-র ফিল্মি স্টাইল

বুধবার অমিতাভ বচ্চনের ৭৫তম জন্মদিন। কিন্তু কোনও সেলিব্রেশন করছেন না শাহেনশা। কিন্তু তাঁকে নিয়ে সেলিব্রেশন তো থেমে থাকার নয়। অনুরাগীরা দেশ জুড়ে এ দিন নানা ভাবে পালন করছেন প্রিয় নায়কের জন্মদিন। অমিতাভ বলিউডে স্বতন্ত্র স্টাইল তৈরি করেছেন। তার থেকেই কয়েকটি বেছে নিয়ে আমরা শ্রদ্ধা জানালাম অমিতাভকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৭ ০৩:০০

বুধবার অমিতাভ বচ্চনের ৭৫তম জন্মদিন। কিন্তু কোনও সেলিব্রেশন করছেন না শাহেনশা। কিন্তু তাঁকে নিয়ে সেলিব্রেশন তো থেমে থাকার নয়। অনুরাগীরা দেশ জুড়ে এ দিন নানা ভাবে পালন করছেন প্রিয় নায়কের জন্মদিন। অমিতাভ বলিউডে স্বতন্ত্র স্টাইল তৈরি করেছেন। তার থেকেই কয়েকটি বেছে নিয়ে আমরা শ্রদ্ধা জানালাম অমিতাভকে।

তিনি বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’। ৭৫ বছর বয়সে এসেও তিনি সেই একইরকম আছেন। ভুলেও কেউ তাঁকে অ্যাংরি ওল্ড ম্যান বলতে পারবেন না।

ছবির নাম ‘ডন’। কিশোর কুমারের গাওয়া ‘খাইকে পান বনারাসওয়ালা’য় লিপ মিলিয়েছিলেন অমিতাভ। সঙ্গে ছিলেন জিনাত আমানও। সে ছবি থেকে যেন নতুন স্টাইল শুরু হল শাহেনশার।

২৭ অক্টোবর ২০০০। মুক্তি পেয়েছিল ‘মহব্বতে’। অমিতাভ-শাহরুখ দ্বৈরথ দেখেছিল বক্সঅফিস। কিন্তু গুরুকুলের প্রিন্সিপাল হিসেবে অমিতাভের অনন্য স্টাইল দেখেছিল ইন্ডাস্ট্রি।

রোম্যান্টিক প্রেমিকের ইমেজেও হিট অমিতাভ বচ্চন। মনে পড়ে ‘সিলসিলা’-র কথা? রেখার সঙ্গে তাঁর কেমিস্ট্রি নিয়ে আজও সমান আলোচনা হয় সিনে মহলে। প্রেমিক ইমেজ এই ৭৫-এ এসেও যেন একই রকম।

বছর দু’য়েক আগের রিলিজ হওয়া ‘পিকু’। সেখানেও অসাধারণ ভাবে নিজের আলাদা স্টাইল মেনটেন করে গিয়েছেন অমিতাভ। পর্দায় তিনি ছিলেন কোষ্ঠকাঠিন্যে ভুক্তভোগী এক বাঙালি। তাঁকে দেখে অনেক বাঙালিই নিজের সঙ্গে মেলাতে পেরেছেন।

Amitabh Bachchan Bollywood অমিতাভ বচ্চন Celebrities celebrity birthday
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy