৩০ এপ্রিল ২০১৬। বিয়ে হয়েছিল বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভারের। তার কিছু দিন পর থেকেই ফ্যামিলি প্ল্যানিং নিয়ে বহু বার প্রশ্ন শুনতে হয়েছে বিপাশাকে। সম্প্রতি নায়িকার ঘনিষ্ঠ এক সূত্র বলেছেন, ‘‘বিপাশা ওঁর সহকারীদের জানিয়ে দিয়েছে এখন আর নতুন কোনও প্রোজেক্ট নেবেন না। কারণ নতুন করে পরিবারের কথা ভাবছেন। খুব বেছে বেছে অনুষ্ঠানে যাচ্ছেন।’’
আরও পড়ুন, ‘ঘনিষ্ঠ না হলে শো থেকে বাদ দেওয়ার হুমকি দিয়েছিলেন প্রযোজক’
We are not planning to have a baby right now.When we do plan..it will be joyous news which we will share with our well wishers then.
— Bipasha Basu (@bipsluvurself) March 28, 2017