Advertisement
E-Paper

কপিল ক্ষমা চাইলেন, সুনীল ক্ষমা করলেন কি?

কপিল শর্মা। শুধু পারফর্মার নন। শুধু কমেডিয়ানও নন। তাঁর কাছে কপিল আসলে দীর্ঘ দিনের বন্ধু। বহু বছরের সহকর্মী।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ১২:৪০

কপিল শর্মা। শুধু পারফর্মার নন। শুধু কমেডিয়ানও নন। তাঁর কাছে কপিল আসলে দীর্ঘ দিনের বন্ধু। বহু বছরের সহকর্মী।

কিন্তু সেই চেনা মানুষটাই সে দিন হঠাত্ই যেন পাল্টে গিয়েছিল। রেগে গিয়েছিলেন বিমানের মধ্যেই। মদ খেয়ে তাঁর গায়েও নাকি হাত তোলেন! এ সব অভিযোগ সংবাদমাধ্যমে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তিনি অর্থাত্ ঘটনার কেন্দ্রে থাকা সুনীল গ্রোভার এতদিন চুপ করে ছিলেন। অফিশিয়ালি কোনও অভিযোগও দায়ের করেননি।

আরও পড়ুন, সুনীলের সঙ্গে ঝগড়া? দু’রকম বয়ান দিলেন কপিল

গত সোমবার প্রকাশ্যে দু’রকম বয়ান দিয়েছেন কপিল। কখনও বলেছেন তাঁর কোনও ঘটনার কথা মনে পড়ছে না। কখনও বা সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছেন ভাল কাজের স্বার্থে ঝগড়া হতেই পারে। পরে অবশ্য তিনি লিখেছিলেন ‘আমি দুঃখিত সুনীল। অনিচ্ছাকৃতভাবে তোমাকে আঘাত করে ফেলেছি। তুমি খুব ভাল ভাবে জান তোমাকে কতটা ভালবাসি। আমিও আপসেট হয়ে রয়েছি।’ এত সব কিছুর পরে ওয়েব ওয়ার্ল্ডেই কপিলকে খোলা চিঠি লিখলেন সুনীল। )

গত সোমবার প্রকাশ্যে দু’রকম বয়ান দিয়েছেন কপিল। কখনও বলেছেন তাঁর কোনও ঘটনার কথা মনে পড়ছে না। কখনও বা সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছেন ভাল কাজের স্বার্থে ঝগড়া হতেই পারে। পরে অবশ্য তিনি লিখেছিলেন ‘আমি দুঃখিত সুনীল। অনিচ্ছাকৃতভাবে তোমাকে আঘাত করে ফেলেছি। তুমি খুব ভাল ভাবে জান তোমাকে কতটা ভালবাসি। আমিও আপসেট হয়ে রয়েছি।’ এত সব কিছুর পরে ওয়েব ওয়ার্ল্ডেই কপিলকে খোলা চিঠি লিখলেন সুনীল।

সুনীল লিখেছেন ‘…আমাকে গভীর ভাবে আঘাত করেছ তুমি। তোমার সঙ্গে কাজ করা মানে একটা শেখার অভিজ্ঞতা। শুধু একটাই উপদেশ সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে দরদ তুমি পশুদের ওপর দেখাও সেটা মানুষের ওপরও দেখানো উচিত। সকলে তোমার মতো সফল নয়। তোমার মতো প্রতিভাবানও নয়। কিন্তু সবাই যদি তোমার মতো প্রতিভাবান হয় তা হলে তোমার মূল্য কে দেবে? সুতরাং তাঁদের উপস্থিতিরও কিছু মূল্য দাও। আর যদি কেউ ভুল ধরিয়ে দেয় তাঁকে দোষ দিও না। মহিলাদের সামনে কোনও অশ্রাব্য শব্দ বলো না। তোমার স্টারডম নিয়ে তাঁদের কিছু যায় আসে না। তাঁরা তোমার সঙ্গে ট্রাভেল করছেন মাত্র। ওটা যে তোমার শো সেটা আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। যাকে হোক যখন খুশি শো থেকে বের করে দেওয়ার ক্ষমতাও তোমার রয়েছে। …তোমার কাজের ক্ষেত্রে তুমিই সেরা। কিন্তু ঈশ্বরের মতো আচরণ করো না। নিজের যত্ন নিও। তোমার আরও অনেক সাফল্য কামনা করি।’ ‘দ্য কপিল শর্মা’ শোতে কপিলসুনীলের যৌথ পারফরম্যান্স দর্শকদের কাছে জনপ্রিয়। ঘটনার স্রোত যে দিকে এগোচ্ছে তা দেখে শোএর ভবিষ্যত নিয়ে চিন্তায় আছেন কর্মকর্তারা।

‘দ্য কপিল শর্মা’ শোতে কপিলসুনীলের যৌথ পারফরম্যান্স দর্শকদের কাছে জনপ্রিয়। ঘটনার স্রোত যে দিকে এগোচ্ছে তা দেখে শোএর ভবিষ্যত নিয়ে চিন্তায় আছেন কর্মকর্তারা।

Kapil Sharma Sunil Grover The Kapil Sharma Show
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy