Advertisement
E-Paper

বলিউডে পাক শিল্পী নিষিদ্ধ হোক, চান বাবুল

বাবুলের প্রশ্ন, ভারত-পাক সীমান্তে উত্তেজনা যখন ক্রমবর্ধমান, তখন বিনোদন শিল্পের জন্য পাকিস্তানে হাত বাড়াতে হবে কেন?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৪৫
বাবুল সুপ্রিয় এব‌ং রাহাত ফতেহ আলি খান।

বাবুল সুপ্রিয় এব‌ং রাহাত ফতেহ আলি খান।

মুম্বইয়ে পাক গায়ক গুলাম আলির অনুষ্ঠানে আপত্তি করেছিল শিবসেনা। এ বার সেই পথেই হাঁটলেন গায়ক তথা কেন্দ্রীয় ভারী শিল্প প্রতিমন্ত্রী এবং বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। আগামী ২৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলা ‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’ ছবিতে ইশতেহার নামে একটি গান গেয়েছেন পাক শিল্পী রাহাত ফতেহ আলি খান। বাবুলের দাবি, সেটি বাদ দিয়ে অন্য কোনও শিল্পীকে দিয়ে ওই গান গাওয়াতে হবে। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ‘দিল দিয়া গালান’ গানটি পাক শিল্পী আতিফ আসলামকে দিয়ে গাওয়ানোরও প্রতিবাদ করেছেন বাবুল। তাঁর মতে, ওই গানটি ভারতীয় শিল্পী অরিজিৎ সিং আরও ভাল গাইতেন।

বাবুলের প্রশ্ন, ভারত-পাক সীমান্তে উত্তেজনা যখন ক্রমবর্ধমান, তখন বিনোদন শিল্পের জন্য পাকিস্তানে হাত বাড়াতে হবে কেন? তাঁর ব্যাখ্যা, ‘‘বলিউড ভারতীয়ত্বের অবিচ্ছেদ্য অঙ্গ। তাদের একটা জাতীয় দায়িত্ব আছে। পাকিস্তান সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। তাই এর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই ভারতীয় ছবিতে পাক শিল্পীদের যোগদান নিষিদ্ধ করা উচিত বলিউ়ডের।’’ বাবুলের উষ্মা, ‘‘বলিউড-খ্যাত এক জন পাক শিল্পীর নামও কেউ মনে করতে পারবেন না, যিনি পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে মুখ খুলেছেন। সুতরাং, যথেষ্ট হয়েছে! ওদের নিষিদ্ধ করো, শুধু এই অপরাধে যে, ওরা পাক শিল্পী।’’ অথচ, একই সঙ্গে বাবুল বলেন, ‘‘শিল্পী রাহাত বা আতিফকে নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। সমস্যা তাঁদের পাক পরিচয় নিয়ে।’’

বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলি বাবুলের এই অবস্থানের তীব্র সমালোচনা করেছে। বাবুল নিজে গায়ক হয়েও আর এক জন গায়কের ক্ষেত্রে এমন মন্তব্য করায় বিরোধী নেতারা অবাকও বটে! তাঁদের অভিযোগ, বিজেপি তথা সঙ্ঘ পরিবার গান, সিনেমা-সহ সংস্কৃতির বিভিন্ন শাখায় নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা করছে। ‘পদ্মাবত’কে কেন্দ্র করে করণী সেনা দেশ জুড়ে যে তাণ্ডব করেছে, বাবুলের এ হেন মন্তব্য সেই সংস্কৃতিরই অঙ্গ।

আরও পড়ুন: কর্ণের নতুন ‘স্টুডেন্ট’ এই অভিনেত্রীকে চেনেন?

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্ন, ‘‘শিল্পীকে কি দেশ-কালের সীমায় আটকে রাখা যায়? শিল্পীর কণ্ঠরোধ করা কি গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর?
এই বিপজ্জনক প্রবণতা থেকে যদি বাঙালি গায়ককে হিন্দিভাষী রাজ্য গান গাইতে না দেয়, তখন বাবুল সুপ্রিয়র কেমন লাগবে?’’

সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, ‘‘বাবুল সুপ্রিয়র পরিচয় ছিল শিল্পী। কিন্তু এখন তিনি বিজেপি হয়েছেন। অসৎ সঙ্গে সর্বনাশ যে কী ভাবে হয়, ওঁর এই মন্তব্যে সেটাই বোঝা যাচ্ছে।’’ আর কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন, ‘‘সংস্কৃত শ্লোক আছে, বিদ্বান সর্বত্র পূজ্যতে। এই কথাটা শিল্পীদের ক্ষেত্রেও প্রযোজ্য। বাবুল সুপ্রিয় বিজেপি-তে গিয়েছেন বলে কি এই কথাটা ভুলে গেলেন?’’

Babul Supriyo Bollywood Rahat Fateh Ali Khan Pakistani Singers বাবুল সুপ্রিয় রাহাত ফতেহ আলি খান
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy