গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেললেন অভিষেক বচ্চন!
হুম। আপনি ঠিকই পড়ছেন। আর পড়ে অবাক হচ্ছেন নিশ্চয়ই। ভাবছেন, কী এমন কীর্তি রয়েছে ছোটে বচ্চনের যার জন্য ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেওয়া যায়?
কারণটা সত্যিই খুব অদ্ভুত। মাত্র ১২ ঘণ্টায় সবচেয়ে বেশি জায়গায় পাবলিক অ্যাপিয়ারেন্স করা ফিল্মস্টার হলেন তিনি। এই রেকর্ড অভিষেক গড়েছেন ২০০৯-এর ২২ ফেব্রুয়ারি।
কী হয়েছিল সে দিন?
ওই দিন ‘দিল্লি সিক্স’-এর প্রচারে ১৮০০ কিলোমিটার পথ মাত্র ১২ ঘণ্টায় কভার করেছিলেন অভিষেক। গাজিয়াবাদ, নয়ডা, ফরিদাবাদ, দিল্লি, গুরগাঁও, চণ্ডীগড়, মুম্বই গিয়েছিলেন তিনি। কখনও গাড়িতে, কখনও বা প্রাইভেট জেটে ঘুরতে হয়েছিল তাঁকে। যেটা ওয়ার্ল্ড রেকর্ড।
এর আগে হলিউড অভিনেতা উইল স্মিথ তাঁর ‘আই রোবট’ ছবির প্রচারে ২৪ ঘণ্টায় তিনটি মিডিয়া ইভেন্ট সামলেছিলেন। সেই রেকর্ডই ব্রেক করেন অভিষেক।