Advertisement
E-Paper

ক্যাটরিনার পাশের এই যুবক এখন বলিউডের হিট নায়ক!

চোখে চশমা, লম্বা চুল, ভারিক্কি চেহারা। আর পাশে ক্যাটরিনা কইফ। চিনতে পারছেন কে এই বলি নায়ক? রহস্য উন্মোচিত হোক ধীরে ধীরে। সদ্যই ইনস্টাগ্রামে পা রেখেছেন নায়িকা। ইনস্টাগ্রামে এসেই যাকে বলে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন ক্যাট।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মে ২০১৭ ১৩:৩৮
চিনতে পারছেন এই বলি-নায়ককে? ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে

চিনতে পারছেন এই বলি-নায়ককে? ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে

চোখে চশমা, লম্বা চুল, ভারিক্কি চেহারা। আর পাশে ক্যাটরিনা কইফ। চিনতে পারছেন কে এই বলি নায়ক?

রহস্য উন্মোচিত হোক ধীরে ধীরে। সদ্যই ইনস্টাগ্রামে পা রেখেছেন নায়িকা। ইনস্টাগ্রামে এসেই যাকে বলে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন ক্যাট। কিছুদিন আগেই শরীরে শুধুমাত্র টাওয়েল জড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন তিনি। বিখ্যাত সেলিব্রিটি ফোটোগ্রাফার মারিও টেস্টিনোর তোলা সাদা-কালোয় সেই ছবিটি পোস্টও করেছিলেন নিজের অ্যাকাউন্টে। মুহূর্তে ভাইরাল হয়েছিল সেই ছবি।

তবে এ বার ক্যাট নয়, নায়িকার পাশে দাঁড়াতে আসরে নামলেন তাঁর পুরনো বন্ধু। তিনি আর কেউ নন, অর্জুন কপূর। ক্যাটরিনার সঙ্গে নিজের একটি পুরনো ছবি পোস্ট করে ক্যাটকে ইনস্টাগ্রামে স্বাগত জানালেন অর্জুন। শুধু তাই নয়, ক্যাটরিনার অফিসিয়াল পেজ ফলো করতেও আহ্বান জানালেন ফ্যানদের।

অর্জুন কপূর এখন যেমন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে

তবে শুধু অর্জুনই নন, ইনস্টাগ্রামে ক্যাটকে স্বাগত জানিয়েছেন খোদ কিঙ্গ খানও। ‘যব তক হ্যায় জান’-এর সময়কার একটি ছবি দিয়ে তিনিও ক্যাটকে ওয়েলকাম করেন।

Instagram will be so much prettier now. Please welcome my friend, the lovely @katrinakaif

A post shared by Shah Rukh Khan (@iamsrk) on Apr 30, 2017 at 10:44pm PDT

বাদ যাননি সুলতানও। সলমনের পরবর্তী ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’তে দেখা যাবে ক্যাটরিনাকে। সেই ছবির ফোটোশুটের একটি ছবি পোস্ট করে ক্যাটকে স্বাগত জানিয়েছেন সলমন।

Pls instantly welcome on insta The Tigeress Zinda hai @katrinakaif

A post shared by Salman Khan (@beingsalmankhan) on Apr 27, 2017 at 2:47am PDT

Katrina Kaif Arjun Kapoor Instagram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy