Advertisement
E-Paper

বার্থডে স্পেশাল: শাহরুখের নাম ‘রাহুল’! কেন জানেন?

আজ তিনি বার্থ ডে বয়। তিনি অর্থাত্ শাহরুখ খান। শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে তাঁর সোশ্যাল ওয়াল। কারও কাছে তিনি ‘রাহুল’, কারও কাছে ‘রাজ’। না! এগুলো তাঁর ডাক নাম নয়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৭ ১০:২৭

আজ তিনি বার্থ ডে বয়। তিনি অর্থাৎ শাহরুখ খান। শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে তাঁর সোশ্যাল ওয়াল। কারও কাছে তিনি ‘রাহুল’, কারও কাছে ‘রাজ’। না! এগুলো তাঁর ডাক নাম নয়। তবে ফিল্ম বিশেষজ্ঞরা বলেন, কেরিয়ারে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বার এই দু’টি নামেই শাহরুখের চরিত্রের নামকরণ হয়েছে। জন্মদিনে দেখে নেওয়া যাক শাহরুখের কোন কোন ছবিতে ‘রাহুল’ নাম হয়েছিল।

আরও পড়ুন, শাহরুখকে নিয়ে এ সব গুজবও রটেছিল!

ডর (১৯৯৩)
এই ছবিতে শাহরুখের নাম হয়েছিল রাহুল মেহেরা। জুহি চাওলার সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি।

জামানা দিওয়ানা (১৯৯৫)
টুইঙ্কল খন্নার সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন শাহরুখ। তাঁর নাম হয়েছিল রাহুল মলহোত্রা।

ইয়েস বস (১৯৯৭)
শাহরুখ এ ছবিতে রাহুল জোশী। জুহি চাওলার সঙ্গে তাঁর জুটি আরও এক বার হিট।

দিল তো পাগল হ্যায় (১৯৯৭)
এখানেও শাহরুখ রাহুল। তাঁর ‘অউর পাস, অউর পাস...’- সেই বিখ্যাত ডায়গল সিনেপ্রেমীদের আজও পছন্দের তালিকায় শীর্ষে।

কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮)
‘প্যায়ার দোস্তি হ্যায়’— শাহরুখ এই ছবিতে রাহুল খন্না। কাজল ও রানি মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বক্স অফিসের সেরা হিট দিয়েছিলেন বলিউড বাদশা।

হর দিল জো প্যায়ার করেগা (২০০০)
সলমন খানের এই ছবিতে শাহরুখের স্পেশাল অ্যাপিয়ারেন্স ছিল। কিন্তু এখানেই তিনি রাহুল!

কভি খুশি কভি গম (২০০১)
এই ছবিতে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর পর ফের বড়পর্দায় ফিরেছিল রাহুল-অঞ্জলি ম্যাজিক।

চেন্নাই এক্সপ্রেস (২০১৩)
দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধে, এ ছবিতে ফের শাহরুখ হয়েছিলেন অনস্ক্রিন রাহুল।

Shah Rukh Khan Bollywood celebrities শাহরুখ খান Celebrity Birthday
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy