আপনার খারাপ লাগতে পারে, অথবা ভাল। কিন্তু, ‘ইগনোর’ করতে বোধহয় পারবেন না!
আরও পড়ুন, নিজের কিডনিতে শ্রদ্ধার অটোগ্রাফ চাইলেন অনুরাগী!
আসলে ঢিনচ্যাক পূজার কথা হচ্ছে। তাঁর ‘সেলফি ম্যায়নে লে লি’ বা ‘দিলো কা স্কুটার’ এক সময় সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। তবে দিন কয়েক আগে কাটাপ্পা সিংহ নামের এক ব্যক্তি পূজার গাওয়া গানে তাঁর কপিরাইট রয়েছে বলে অভিযোগ জানান। তার পরেই পূজার সমস্ত গানের ভিডিও সরিয়ে দিয়েছিল ইউটিউব। কিন্তু সেই খারাপ সময় কাটিয়ে ফের ফিরলেন পূজা।
পূজার নতুন গান ‘বাপ্পু দে দে থোড়া ক্যাশ’ এই মুহূর্তে ইউটিউব ভিউয়ারদের পছন্দের তালিকার শীর্ষে। তবে নতুন ভিডিওতে তাঁকে দেখা যাচ্ছে না। বরং গানের কথা সাজিয়ে দিয়ে গ্রাফিক্স করে ভিডিওটি ইউটিউবে আপলোড করেছেন তিনি। কপিরাইট সংক্রান্ত সমস্যা এখনও না মেটার কারণেই হয়তো অনুরাগীদের কাছে পৌঁছতে এই সিদ্ধান্ত নিয়েছেন পূজা। অন্তত এমনটাই মত তাঁর অনুরাগীদের একটা বড় অংশের।