আর কয়েকদিনের মধ্যেই প্রথম সন্তানের জন্ম দেবেন করিনা কপূর খান। আপাতত তিনি বাড়িতেই রয়েছেন। সূত্রের খবর, গত সপ্তাহে হঠাত্ই অসুস্থ হয়ে পড়েন। সময় নষ্ট না করে দ্রুত বাড়িতেই চিকিত্ক ডাকেন সইফ। চিকিত্সক জানান, রক্তচাপ বেড়ে গিয়েছে নায়িকার। কিন্তু চিন্তার কোনও কারণ নেই। আপাতত তিনি স্থিতিশীল। বেবোকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করার জন্য একজন নার্সও রয়েছেন তাঁদের বান্দ্রার বাংলোতে।
জানা গিয়েছে, দিন কয়েক আগে মালাইকা অরোরা খান, রেহা কপূর, অমৃতা অরোরাদের সঙ্গে হাউজ পার্টি করেছিলেন বেগম সাহেবা। একেই তাঁর অ্যাডভান্স স্টেজ চলছে, তার ওপর পার্টির ধকল সামলাতে পারেননি। অসুস্থ হয়ে পড়েন। করিনার শাশুড়ি শর্মিলা ঠাকুর সংবাদমাধ্যমে বলেন, ‘‘করিনা প্রেগন্যান্সির প্রতিটা মুহূর্ত এনজয় করছে। ভাল করে সাজছে, বন্ধুদের সঙ্গে এনজয় করছে। এতটাই অসাধারণ ভাবে সামলাচ্ছে কারও আবার নজর না লেগে যায়।’’
আরও পড়ুন, না জানিয়ে ধর্ষণ বা চুমুর দৃশ্য, মারিয়া থেকে রেখা সেই এক বিতর্ক
প্রেগন্যান্সি পিরিয়ডেও যতদিন সম্ভব শুটিং করেছেন করিনা। নিজেকে ব্যস্ত রেখেছেন। এক সাক্ষাত্কারে বলেছিলেন, ‘‘সইফ বলেছে আমি এত কাজ করছি আমাদের সন্তান নাকি মেহবুব স্টুডিওতে হবে। তবে বেবি হওয়ার এক মাসের মধ্যেই আমি ফ্লোরো ফিরতে পারব।’’