Advertisement
E-Paper

ইতালি গেলেন অনুষ্কা, বিয়ে করে ফেললেন?

আগামী সপ্তাহেই নাকি ইতালিতে বিয়ে করছেন বিরাট-অনুষ্কা। কিন্তু পরিচিত সকলের পক্ষে ইতালি যাওয়া সম্ভব নয়। সে কারণেই দুই পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৭ ১৩:৩২
অনুষ্কা শর্মা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

অনুষ্কা শর্মা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

ইতালিতে বিরাট কোহালির সঙ্গে বিয়ের খবরকে গুজব বলে আগেই উড়িয়ে দিয়েছেন অনুষ্কা শর্মা। এই জল্পনার মধ্যেই বাবা-মাকে নিয়ে দেশ ছাড়লেন অনুষ্কা। বৃহস্পতিবার রাতে মুম্বই বিমানবন্দর থেকে বিমান ধরেন অভিনেত্রী। বলি মহলের কোনও কোনও অংশ বলছে, ইতালির উদ্দেশেই রওনা হয়েছেন অনুষ্কা।

দু’দিন আগে শোনা যায় ইতালিতে আগামী ১০ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে বিয়ে করবেন বিরাট কোহালি ও অনুষ্কা শর্মা। পরে মুম্বইতে হবে রিসেপশন। কিন্তু সেই খবরকে গুজব বলে উড়িয়ে দেন অনুষ্কার মুখপাত্র। তাঁর তরফে সংবাদ সংস্থাকে বলা হয়, ‘‘এই খবরের কোনও সত্যতা নেই।’’ কিন্তু বৃহস্পতিবার রাতে অনুষ্কা দেশ ছাড়ায় বিয়ের জল্পনা আরও বাড়ছে।

মিড ডে-র খবর অনুযায়ী, আগামী সপ্তাহেই ইতালিতে বিয়ে করছেন বিরাট-অনুষ্কা। কিন্তু পরিচিত সকলের পক্ষে ইতালি যাওয়া সম্ভব নয়। সে কারণেই দুই পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। পরে রিসেপশনে সকলকে নাকি আমন্ত্রণ জানাবেন এই জুটি।

অন্যদিকে অ্যাডিলেড ওভালের সিইও অ্যান্ড্রু ড্যানিয়েল সাংবাদিকদের বলেন, ‘‘ওভালে বিরাট-অনুষ্কার বিয়ের আয়োজন করতে পারলে আমাদের ভাল লাগবে। এখানে ওর কত সুখের স্মৃতি রয়েছে।’’ এই মন্তব্যের পর বিয়ের জল্পনা আরও বাড়তে থাকে।

আরও পড়ুন, পাওলির বিয়ে, অন্দরের খবর দিতে কলম ধরলেন পাত্রীর ভাই

টানা ১৫০ দিন কোন বিশেষ কাজে ব্যস্ত থাকবেন সানি?

বি-টাউনে জোর জল্পনা, পাপারাৎজিদের হাত থেকে রেহাই পেতেই এমনতর সিদ্ধান্ত নিয়েছিলেন এই সেলেব কাপল। কিছু দিন আগে খবর ছড়িয়েছিল যে দেহরাদূনে বাগদান সেরে ফেলেছেন বিরাট ও অনুষ্কা। যদিও তা নিয়েও মুখ খোলেননি বিরুষ্কা।

Amid rumours of her marriage with Virat, Anushka was snapped with her parents and brother at the International Airport leaving for 'Milan, Italy'. So what do you think? #Virushka will finally get hitched or not? @InstantBollywood ❤❤️❤️ . . #Instantbollywood #bollywood #anushkasharma #viratkohli

A post shared by Instant Bollywood (@instantbollywood) on

অনুষ্কা শর্মা Virat Kohli Anushka Sharma Celebrities Celebrity Gossip বিরাট কোহলি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy